Bangla News Dunia, শিখা দে :- ভিওম মিত্রা ISRO র মানুষের মতো দেখতে রোবট। ISRO ব্যাঙ্গালোরের একটি কনফারেন্স সকলের সামনে প্রথম বার ভিওম মিত্রাকে আনেন। ভিওম কথার অর্থ হচ্ছে আকাশ আর মিত্রা কথার অর্থ হচ্ছে বন্ধু অথাৎ আকাশের বন্ধু। ISRO এই ভিওম মিত্রা রোবটকে গগন মিশনের প্রথম দুটি মিশনে পাঠাবে। এই মিশন দুটি ডিসেম্বর ২০২০ ও জুন ২০২১ এ সিডিউল আছে। এই দুটি মিশনে ভিওম মিত্রাকে পাঠিয়ে ISRO সমস্ত কিছু টেস্ট করে নেবে।
প্রতিটি স্পেস এজেন্সী তাঁর মানব মিশন পাঠাবার পূর্বে এই রকম একটি মানুষ ছাড়া টেস্ট করে থাকে , যেখানে কোনো মানুষের জাগায় রোবটকে রাখা হয়। ঠিক ISRO ও একই ভাবে ভিওম মিত্রাকে রেখে টেস্ট করতে চলেছে।
[ আরো পড়ুন :- জানুন এবার বাজেটে আপনার জন্য কি কি রয়েছে। বাজেট A to Z ]
এর আগে আমেরিকা , রাশিয়া ও space-x ও তাদের মানব মিশন পাঠাবার পূর্বে এই রকম ডামি রোবট পাঠিয়ে সমস্ত কিছু টেস্ট করে নিয়েছে। ভিওম মিত্রা একটি অর্ধ মানুষের মতো দেখতে যার পা নেই , এই ভিওম মিত্রা একটি মহিলার মতো দেখতে বানানো হয়েছে।
এই ভিওম মিত্রা সুইচ অপারেট করতে পারে , অস্ট্রোনটদের সাথে কথা বলতে পারে এই ভিওম মিত্রা। তবে ISRO এই ভিওম মিত্রাকে আরো উন্নত করার চেষ্টা করছে।