Bangla News Dunia : S. Datta Roy – কৈলাস পর্বত ও কৈলাস মানস সরোবরের নাম সকলেরই জানা ,শোনা যায় এই পর্বতে কেউ নাকি উঠতে পারে না ,এটাই এই পর্বতের বিশেষত্ব। অন্যান্য পর্বত শৃঙ্গে আরোহন করা গেলেও কৈলাসে আরোহন অসম্ভব ,অনেকেই চেষ্টা করেছেন তবে পারেনি কেউই ,কিন্তু কেন ?রাশিয়ার একজন ডাক্তার কয়েক বছর আগে কৈলাস মানস সরোবর যাত্রা করেছিলেন। তারপর তিনি জানান -কৈলাস পর্বতে প্রাচীন একটি পিরামিড আছে যেটা ছোট ছোট আরও অনেক পিরামিড দিয়ে ঘেরা। এটির সূত্র মেক্সিকোর টেওটিহুয়াকান ও গিজা পিরামিডের সাথে যুক্ত।
কৈলাস পর্বতকে হিন্দু ,বৌদ্ধ ,জৈন ধর্মের পবিত্র স্থান হিসেবে মানা হয়। আর হিন্দুরা মনে করে- যে দেবাদিদেব মহাদেব ওখানেই বাস করেন। বৌদ্ধরা মনে করে -কৈলাস পর্বতের অধিষ্ঠাতা দেবতা বুদ্ধ ,আর জৈনরা মনে করে -তীর্থঙ্কর ঋষভনাথ এখানেই শান্তি খুঁজে পেয়েছিলেন। যে এই পাহাড়ে ওঠার চেষ্টা করেছে তারই নাকি মৃত্যু হয়েছে। শোনা যায় -১৯/২০ শতাব্দীতে কয়েকজন পর্বতারোহী কৈলাসে ওঠার চেষ্টা করলে তারা উধাও হয়ে যায়। ১৯৯৯ সালে রাশিয়ার ডাক্তার মুলদাশিফ কৈলাস পর্বতের রহস্য উন্মোচনের জন্য কয়েকজন বিজ্ঞানীকে নিয়ে কৈলাস পর্বতের আশেপাশে বেশ অনেকদিন অতিবাহিত করেন।
ফিরে এসে তিনি ১ টি বই লেখেন -‘ WHERE DO WE COME FROM ‘ যেখানে কৈলাস সম্পর্কে অনেক কথা লেখা। তিনি তদন্ত করার পর জানান -পিরামিড তৈরী এই পাহাড়ে রাতের নিস্তব্দ্ধতায় পাহাড়ের ভিতর থেকে একটি আজব ফিসফিসের শব্দ আসে। কোনো এক রাতে কৈলাস পাহাড়ের পেটের ভেতর থেকে পাথর পড়ার আওয়াজ আসে। উনি আরও লেখেন -‘ কৈলাস পর্বতের এলাকা সোজাসুজি পৃথিবীর জীবনের সাথে জড়িত। যখন তপস্বীদের রাজ্য তথা পিরামিড আর পাথরের দর্পনকে মিলিয়ে একটি যোজনাবদ্ধ নকশা বানানো হয় তখন সেটা দেখে হয়রান হয়ে যাই। কারণ সেই নকশা ডিএনএ অনুর স্থানিক নকশা ছিল। ‘ কৈলাস পাহাড় নিয়ে গবেষণা করা বৈজ্ঞানিক নিকোলাই রোমনভ জানান -‘ কৈলাস পর্বতের চারিদিকে একটি অলৌকিক শক্তি বয়ে চলে। ‘
Highlights
১. কৈলাসে আরোহন অসম্ভব ,অনেকেই চেষ্টা করেছেন তবে পারেনি কেউই।
২. কৈলাস পর্বতকে হিন্দু ,বৌদ্ধ ,জৈন ধর্মের পবিত্র স্থান হিসেবে মানা হয়।
৩. রাতের নিস্তব্দ্ধতায় পাহাড়ের ভিতর থেকে একটি আজব ফিসফিসের শব্দ আসে।
# কৈলাস পর্বত # তিব্বত # রহস্য