Bangla News Dunia : S. Datta Roy – করোনার সংক্রমণ ঠেকাতে গত ২৩ মার্চ থেকে সারা দেশ জুড়ে টানা ২ মাসের বেশি লকডাউন চলেছে। ফলে এই সময় বহু সংস্থাই তার কর্মীদের দিয়ে ওয়ার্ক ফ্রম হোম করিয়েছে। আর এতে ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সামনে বিপুল ব্যবসায়িক সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে -আগামী ৫ বছরের মধ্যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে রপ্তানি ৭ গুন্ বেড়ে বছরে ৩.৮০ লক্ষ কোটি টাকায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে।
আর গবেষণা কাজের জন্যও তথ্য প্রযুক্তি সংস্থা গুলির এখনের চেয়ে বেশি টাকা লাগবে। সফ্টওয়ার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া (STPI) -র প্রতিষ্ঠা দিবসের এক ওয়েবিনারে STPI -র ডিরেক্টর জেনারেল শুক্রবারে জানান -তথ্য প্রযুক্তি ক্ষেত্রে নতুন পণ্য ,পরিষেবা ও প্রযুক্তি উদ্ভাবনে সদ্যোজাত সংস্থা গুলির একটা বীর ভূমিকা আছে। বর্তমানে ভারতে সদ্যোজাত সংস্থাগুলির সামনে প্রধান চ্যালেঞ্জে হল বাজার ধরা। ওয়েবিনার উপস্থিত উড়িষ্যার তথ্য প্রযুক্তি সচিব তেলেঙ্গানা সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরের প্রধান সচিব বলেন -‘ নিউ নর্মাল ‘ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতের সামনে বিপুল সম্ভাবনা খুলে দিয়েছে।
তথ্যপ্রযুক্তির পাশাপাশি সাইবার সুরক্ষার বাজারও বেড়ে যাবে। কেন্দ্রীয় বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব বলেন -২০২৪ এর মধ্যে ভারতের GDP -র ২৫ % ডিজিটাল ক্ষেত্র থেকে আসা উচিত। প্রাক্তন ন্যাসকম চেয়ারম্যান মুরুগেশ বলেন – বিশ্বে ভারত একমাত্র দেশ যাদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্র করোনার হাত থেকে বাঁচতে পেরেছে। দীর্ঘ লক ডাউনের মধ্যেও ওয়ার্ক ফ্রম হোম করেছে।
Highlights
১. আগামী ৫ বছরের মধ্যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে রপ্তানি ৭ গুন্ বেড়ে বছরে ৩.৮০ লক্ষ কোটি টাকায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে।
২. বর্তমানে ভারতে সদ্যোজাত সংস্থাগুলির সামনে প্রধান চ্যালেঞ্জে হল বাজার ধরা।
৩. বিশ্বে ভারত একমাত্র দেশ যাদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্র করোনার হাত থেকে বাঁচতে পেরেছে।
# তথ্যপ্রযুক্তি # ভারত