Bangla News Dunia : S. Datta Roy – আমফানের দাপটে কলকাতা সহ রাজ্যের বহু জায়গার বহু গাছ নষ্ট হয়ে গেছে। তাই পরিবেশের ক্ষতি পূরণ করতে পরিবেশ বিশেষজ্ঞরা চারা লাগানোর পরিবর্তে প্রাপ্তবয়স্ক গাছই বসাতে চাইছে। রাজ্যের বনদপ্তর থেকে শুরু করে পরিবেশ দপ্তর ,কলকাতা পৌরসভা ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এখন একমাত্র ভরসা টল ট্রি নার্সারি।
সরকারি হিসেবে মতো -কলকাতাতেই আমফানের তান্ডবে ১৫০০০ -এর কিছু বেশি গাছ উপড়ে পড়েছে। এতে করে শুধু যে বায়ুমণ্ডলের অক্সিজেনের ঘাটতি হয়ে বাতাসের দূষণ বাড়বে তাই -ই নয় পশু পাখি তথা জীব বৈচিত্র্যেরও অনেক ক্ষতি হয়েছে। আপাতত যেখানে গাছ উপড়ে পড়েছে সেখানে নতুন গাছ লাগানোর কথা ভাবা হয়েছে। তবে পুরোনো বড় বড় গাছ যেগুলো ভেঙে পড়েছে সেখানে ১০ বছর বয়সের গাছ তারা লাগাতে চাইছেন। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই প্রকল্পের শুভ সূচনা করবেন। এবছর পরিবেশ দিবসের বিষয় জীব বৈচিত্র্য। সূত্রের খবর অনুসারে -বনদপ্তরের টল ট্রি নার্সারি থেকেই গাছ নেওয়া হবে।
ওই নার্সারি থেকে জানানো হয় -১০ বছর ও ৩ বছরের ১ লাখ গাছ তারা যোগান দিতে পারবে। যাতে সারাবছর গাছগুলির যত্ন সকলে করে তার জন্য প্রতিটা গাছের গায়ে কিউআর কোড লাগানোর চিন্তা করেছে আঘিকারিকরা। কোলকাতাতে ৪০-৫০ বছরে পুরানো গাছ ঝড়ে উপড়ে পড়েছে। এখন ছাড়া লাগালে বড় হতে অনেক সময় লেগে যাবে ,তাই ১০ বছর বয়সের গাছ লাগানো হবে ,সামনেই বর্ষা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আর তাছাড়া পাখিদের বাসা বানাতেও সুবিধা হবে।
Highlights
১. সরকারি হিসেবে মতো -কলকাতাতেই আমফানের তান্ডবে ১৫০০০ -এর কিছু বেশি গাছ উপড়ে পড়েছে।
২. পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এখন একমাত্র ভরসা টল ট্রি নার্সারি।
৩. ১০ বছর বয়সের গাছ লাগানো হবে ,সামনেই বর্ষা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে।
# কলকাতা # বৃক্ষ রোপন # পরিবেশের ভারসাম্য রক্ষা