দেখা মিললো পৃথিবীর নিকট প্রতিবেশীর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- দেখা মিললো পৃথিবীর নিকট প্রতিবেশী এক কৃষ্ণগহ্বরের। গ্রহের কাছাকাছি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের খোঁজ চলছিল দীর্ঘদিন ধরেই। গবেষণা ও আলোচনা হয়েছিল বিস্তর। অবশেষে এক হাজার আলোকবর্ষ (৫.৮৮ লক্ষ কোটি মাইল) দূরে, টেলিস্কোপিয়াম নক্ষত্রপুঞ্জে তার দেখা মিলল। দীর্ঘ গবেষণায় অবশেষে মিললো সাফল্য।

আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে অনেক দূরের বাসিন্দা। কিন্তু মহাবিশ্বর দূরত্ব হিসেবে ভাবলে এটি একেবারে পাশের বাড়ির প্রতিবেশী। এক জোড়া নক্ষত্রের অবস্থান থেকে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরটিকে চিহ্নিত করা গিয়েছে। একটি নক্ষত্র কৃষ্ণগহ্বরটিকে বেষ্টন করে ঘুরছে। অন্য নক্ষত্রটি প্রথমটির কক্ষপথকে কেন্দ্র করে বাইরে থেকে কক্ষপথকে পরিক্রমা করছে। দীর্ঘ গবেষণার পর কৃষ্ণগহ্বরকে এ ভাবে চিহ্নিত করা গেল।

আরো পড়ুন :- টিন্ডার নিয়ে আসছে ভিডিও চ্যাট পরিষেবা

ওই নক্ষত্র জোড়ার নাম রাখা হয়েছে এইচআর৬৮১৯। এই আবিষ্কারের পিছনে রয়েছে ইউরোপিয়ান সাদার্ন অবজ়ারভেটরি অর্গানাইজেশন। সংস্থার সঙ্গে যুক্ত মহাকাশ বিশেষজ্ঞ বলেন, আপনারা হয়তো বলে থাকেন কৃষ্ণগহ্বর। তিনি বলেন এটি সত্যিই কালো, অন্ধকার। এটি পৃথিবীর সব চেয়ে কাছাকাছি কৃষ্ণগহ্বরও বটে। কোনও টেলিস্কোপ বা বাইনোকুলার ছাড়াই আকাশে দেখা যায় কৃষ্ণগহ্বরটিকে। আগামীদিনে এগিয়ে যাবে এই গবেষণা।

আরো পড়ুন :-করোনা শনাক্তকরণে আবিষ্কার হলো সেন্সর

Highlights

  • দেখা মিললো পৃথিবীর নিকট প্রতিবেশী এক কৃষ্ণগহ্বরের
  • আবিষ্কারের পিছনে রয়েছে ইউরোপিয়ান সাদার্ন অবজ়ারভেটরি অর্গানাইজেশন
  • কোনও টেলিস্কোপ বা বাইনোকুলার ছাড়াই আকাশে দেখা যায় কৃষ্ণগহ্বরটিকে
  • দীর্ঘ গবেষণার পর কৃষ্ণগহ্বরকে এ ভাবে চিহ্নিত করা গেল

# Science # Space # World

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন