নাগরিক নজরদারিতে তৈরী হচ্ছে ডেটাবেস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,শারদীয়া রায়: – ২০১৭ সাল থেকে নাগরিকদের উপরে নজরদারির  জন্য ডেটাবেসে তৈরী করছে চীন।  দ্য ইকনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নাগরিকদের উপর নজরদারিতে জিনতত্ত্ব ব্যবহারে সম্মতি দিয়েছেন। এই বিষয়ে বেজিংকে  সাহায্য করছে মার্কিন সংস্থা থার্মো ফিশার (Thermo Fisher)। তবে চিনকে নজরদারির যন্ত্রাংশ বিক্রি করার জন্য ইতোমধ্যেই নিজ দেশে সমালোচিত হয়েছে ওই মার্কিন সংস্থা।

সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী এখনো পর্যন্ত ৭০ কোটি পুরুষের রক্ত নমুনা হিসেবে সংগ্রহ করা হয়েছে।  অস্ট্রেলিয়ার স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটে প্রকাশিত এক রিপোর্ট এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চীন এই নমুনার সাহায্যে কোনো ব্যক্তির আত্মীয় পরিজন সবার উপরে নজর রাখতে সক্ষম হবে। মার্কিন ওই সংস্থার সাথে যৌথ উদ্যোগে চীন সফল হলে , তাদের এই কর্মকান্ড মানবাধিকার লঙ্ঘনের প্রধান হাতিয়ার  দাঁড়াবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্বের মানবাধিকার কর্মীরা।

নাগরিক নজরদারিতে তৈরী হচ্ছে ডেটাবেস

এই পদ্ধতির সাহায্যে অপরাধমূলক কাজে যুক্ত কোনো ব্যক্তির সঙ্গে জড়িত একাধিক জনকে সাজা  দিতে পারবে প্রশাসন। তবে কেবলমাত্র যুবক নয় স্কুল পড়ুয়া কিশোরদেরও রক্ত দিতে হচ্ছে এই কর্মসূচিতে। এইরকম চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে চীনের উপকূলবর্তী শহরের এক বাসিন্দা। এমনকি দেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই শহরে  বাড়ি থেকে ২৩০ মাইল দূরে গিয়ে কিশোরদের রক্ত নমুনা দেওয়ার ছবি প্রকাশ্যে এসেছে। এই প্রসঙ্গে একজন মানবাধিকার কর্মী তার অভিজ্ঞতায় জানিয়েছেন যে রক্ত না দিলে তাকে কালো তালিকাভুক্ত করার হুমকি দেওয়া হয়েছিল। আর এর ফলে ওই ব্যক্তি এবং তার সমগ্র পরিবার সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতেন।

তবে এই জিনতত্ত্ব উদ্ভাবনের পেছনে প্রধান কারণ হলো , কুখ্যাত এক অপরাধীকে জিন-পদ্ধতি প্রয়োগ করে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল  চীনা পুলিশ। ওই দুষ্কৃতীর বিরুদ্ধে ১১ জন মহিলাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ ছিল। প্রায় ৩০ বছর ধরে নিখোঁজ থাকা অভিযুক্ত ওই ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছিল। ডাকাতির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করার পরে তার সাথে ডিএনএ মেলানোর পরেই ওই ব্যক্তিকে ধরতে পারে পুলিশ। আর এই ঘটনার পরেই   ২০১৭-র নভেম্বরে ডেটাবেস তৈরিতে সম্মতি দেয় চিনের জনসুরক্ষা মন্ত্রক।

Highlights
১. নাগরিক নজরদারিতে চিনে  তৈরী হচ্ছে ডেটাবেস
২. তবে এতে মানবাধিকার লঙ্ঘনের আশংকা প্রকাশ করছেন অনেকে।
৩. মার্কিন সংস্থা এই কাজে বেজিংকে সাহায্য করছে।
# China | # America 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন