পৃথিবীতে হামলা করতে পারে ভিনগ্রহী এলিয়েনরা ? কি বলছেন বিজ্ঞানীরা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : পৃথিবীর বাইরে সুবিশাল সৌরজগতে অসংখ্য গ্রহ রয়েছে, সেই গুলিতে দীর্ঘদিন ধরে প্রাণের খোঁজ চালাচ্ছেন বিজ্ঞানীর। এই বিষয়ে বেশি এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা। প্রাণের সন্ধানের পাশাপাশি ভিনগ্রহী বা এলিয়েনদের অস্তিত্ব নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা হচ্ছে। এলিয়েনদের সম্পর্কে জানতে পৃথিবীর বাইরে বিভিন্ন সাংকেতিক বার্তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে NASA। অতিদ্রুতই নীল গ্রহের গণ্ডি পেরিয়ে তা বিশ্ব ব্রক্ষ্মাণ্ডে পৌঁছে যাবে।

ভিনগ্রহীদের সম্পর্কে জানতে নাসার আগ্রহ গোটা বিশ্বের জন্যই বড় বিপদ ডেকে আনতে পারেই বলেই মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। অক্সফোর্ডের বিজ্ঞানীদের একাংশের মতে গোটা বিশ্বের বিপদ বাড়তে পারে। মহাকাশে নাসার পাঠানো বার্তায় পৃথিবীর অবস্থান সহজে জানা যাবে। অবস্থান জানতে পারলেই এলিয়েনরা পৃথিবী আক্রমণ করতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছে অক্সফোর্ডের বিজ্ঞানীরা।

diana collage

“Beacon in the Galaxy” নামের বার্তা নাসার তরফে মহাকাশে পাঠানো হয়েছে তাতে পৃথিবীর অবস্থানের পাশাপাশি মানুষের ডিএনএ ও মানবদেহের ডিজিটাল ছবিও রয়েছে। অক্সফোর্ডের ফিউচার অব হিউম্যানিটি ইনস্টিটিউটের সিনিয়ির বিজ্ঞানী অ্যান্ডার্স স্যান্ডবার্গ জানিয়েছেন, তথ্য পাঠালে পৃথিবীর বিপদ বাড়বে। স্যান্ডবার্গের মতে, এই বার্তা ভিনগ্রহীদের সমাজে পৌঁছানোর সম্ভাবনা কম, তবে ঝুঁকি থেকেই যায়।

মহাকাশে ছড়িয়ে থাকা বিভিন্ন গ্রহে যে প্রাণ থাকতে পারে, এমনকী মানুষের মতোই বুদ্ধিমান প্রাণী থাকতে পারে , দীর্ঘদিন ধরে এই কথা বলে আসছিল নাসা। নাসার পদক্ষেপে এলিয়েনরা আদৌ পৃথিবী আক্রমণ করে কি না অথবা এর অন্য কোনও প্রভাব পড়ে কিনা সেটাই এখন দেখার।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন