পৃথিবীর কাছাকাছি আসছে মহাজাগতিক অতিথি , কৌতুহল বিজ্ঞানী মহলে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : পৃথিবীর কাছাকাছি হাজির হতে চলেছে এক মহাজাগতিক অতিথি। আগামী মে মাসে দেখা মিলবে এক ধূমকেতুর। C/2021 O3 নামের এই ধূমকেতুটির দেখা প্রথম মিলেছিল ২০২১ সালের জুলাই মাসে। হাজির হবে পৃথিবীর কাছাকাছি। মনে করা হচ্ছে, আগামী ৮ মে ধূমকেতুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকবে। সেই সময় পৃথিবী থেকে এর দূরত্ব হবে ৮ কোটি ২০ লক্ষ কিলোমিটার।

খালি চোখে ধূমকেতুটিকে দেখা যাবে না বলেই জানাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। যদিও সাধারণ বাইনোকুলার দিয়েই আমাদের নীল রঙের গ্রহের আকাশে দেখা যাবে অপার্থিব আলোর ঝাঁটাটি। তবে এর উজ্জ্বলতা ওই সময় কতটা থাকবে তা বোঝা যাবে এই মাসের শেষে। ওই সময়ই সূর্যের কাছাকাছি থাকবে সেটি। এরপরই পরিষ্কার বোঝা যাবে, খালি চোখে এটিকে দেখতে পাওয়া যাবে কিনা।

 

সাধারণত ধুলো, পাথর ও জমাট গ্যাস দিয়ে তৈরি হয় ধূমকেতু। তবে যত এরা সূর্যের দিকে এগোয় ততই উষ্ণতা বৃদ্ধি পায়। দীর্ঘ হতে থাকে এদের লেজ। বিজ্ঞানীদের ধারণা, যতই সূর্যের কাছে পৌঁছবে এই ধূমকেতুটি ততই ধীরে ধীরে বাষ্পে পরিণত হবে সেটি।

প্রসঙ্গত. এর আগে গত ডিসেম্বরে লিওনার্দ নামের একটি ধূমকেতু পৃথিবীর কাছে এসেছিল। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মাউন্ট লেমন অবজার্ভেটরি থেকে ধূমকেতুটি আবিষ্কার করেন বিজ্ঞানী গ্রেগরি জে লিওনার্দ। তাঁর নামানুসারেই মহাজাগতিক বস্তুটির নামকরণ করা হয় লিওনার্দ। এরপরই জানা যায়, ডিপ স্পেস তথা মহাকাশের সুদূর কোণ থেকে সেটি এগিয়ে আসছে পৃথিবীর দিকেই। লিওনার্দের বিদায়ের পরই এবার পৃথিবীর আকাশে ভেসে উঠবে আরেক ধূমকেতু। জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে স্বাভাবিক ভাবেই কৌতূহল বাড়ছে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন