Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : আবারও পৃথিবীর দিকে ধেয়ে আসছে বড় আকারের এক গ্রহাণু। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা বা NASA জানিয়েছে, পৃথিবীর পাশ গিয়ে চলে যাওয়ার কথা অতিকায় গ্রহাণুটি। বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহাণুটি গিজার পিরামিডের চেয়েও বড়। টেলিস্কোপে যতটা দেখা গিয়েছে, মনে করা হচ্ছে ৭২ থেকে ১৬০ মিটার পর্যন্ত হতে পারে অ্যাস্টেরয়েড ২০২১ এসএম৩ নামের ওই গ্রহাণুটির ব্যাস। প্রতি ঘণ্টায় ৫৬ হাজার ৯১৬ কিমি গতিবেগে ছুটে আসছে সেটি।
গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা কমই থাকে। কখনও অন্য গ্রহের সঙ্গে মহাকর্ষীয় টানের কারণে তারা আচমকাই অনেকটা কাছে চলে আসে। পৃথিবীর দূরত্ব ১.৩ অ্যাস্ট্রনমিক্যাল মাইলের মধ্যে থাকায় এটিকে ‘নিয়ার আর্থ অ্যাস্টরয়েড’ বলে। এই ব্যাপারে অবশ্য আশ্বাস দিচ্ছেন বিজ্ঞানীরা। তাঁরা জানাচ্ছেন, গ্রহাণুটির সঙ্গে পৃথিবীর সংঘর্ষের কোনও সম্ভাবনা নেই বললেই চলে।
প্রসঙ্গত, আগন্তুক গ্রহাণু অতীতে বহুবার পৃথিবীতে আছড়ে পড়েছে এবং পৃথিবীর বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাগৈতিহাসিক কালে পৃথিবীর বুকে রাজত্ব করা ডাইনোসরদের অবলুপ্তির পিছনে মহাজাগতিক বস্তুর আছড়ে পড়াকে অন্যতম কারণ হিসেবে দাবি করেন বিজ্ঞানীরা।
গত কয়েক মাসে গ্রহাণু নিয়ে নানা আলোচনা শোনা গিয়েছে। পাশাপাশি নাসার পরিকল্পনা রয়েছে কোনও গ্রহাণুকে ধাক্কা মেরে সেটির গতি কমিয়ে দেওয়ার।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
বিশেষ বিজ্ঞপ্তি : সারা দেশে করোনা সংক্রমন নিম্নমুখী। কিন্তু উৎসবের মরশুমে আরও বেশি করে সচেতন হন। মাস্ক ব্যবহার করুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন।