Bangla News Dunia : S. Datta Roy – পৃথিবীর বাইরে আর এক নতুন পৃথিবীর সন্ধান পাওয়া গেলো। আর সেটি অন্য এক সূর্যের চারপাশে ঘুরছে। একথা আমরা সকলেই জানি যে মহাকাশে পৃথিবীর মতো গ্রহ যেমন আরও আছে তেমনি সূর্যের মতো নক্ষত্রও আরও আছে। তবে নতুন পৃথিবী ও নতুন সূর্যের জুটি আমাদের বসবাসকারী পৃথিবী থেকে মাত্র ৩০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। নক্ষত্রটির নাম কেপলার ১৬০ এবং গ্রহটির নাম কেওআই ৪৫৬.০৪। নাসা জানিয়েছিল – সমগ্র নক্ষত্রপুঞ্জে সূর্যের মতো প্রতি ৫ টি তারার ১ টির চারপাশে ১ টা করে পৃথিবীর মতো গ্রহ ঘুরছে।
ওই গ্রহ গুলি যে শুধু দেখতেই পৃথিবীর মতো তাই নয় সেখানে জীবন তৈরী হওয়ার মতো অবস্থায় বর্তমান। কেপলার ১৬০ সূর্যের মতোই রশ্মি বিকিরণ করে ,এই নক্ষত্রের পৃষ্ঠদেশের তাপমাত্রা ৫২০০ ডিগ্রি সেলসিয়াস যা সূর্যের চেয়ে ৩০০ ডিগ্রি কম। মহাকাশ বিজ্ঞানের ভাষায় একে লাল বামন তারা বলে। মহাকাশ বিজ্ঞানীদের মতে -মহাকাশে ছড়িয়ে থাকা লাল বামনের ১৫ % চারপাশে পৃথিবীর মতো গ্রহ ঘুরছে।
কেপলার ১৬০ -এর চারিদিকে ওই নতুন গ্রহটি তার নির্দিষ্ট কক্ষপথে পাক খেয়ে চলেছে। সূর্য থেকে বুধের যতটা দূরত্ব কেপলার ১৬০ থেকে ওই নতুন গ্রহটিরও ততটাই দূরত্ব পারলে আরও একটু কাছে। এই গ্রহের প্রদেশ কিরকম সেটা এখনো জানা যায়নি। গত কয়েক দশক ধরে পৃথিবীর মতো গ্রহের খোঁজ করছে নাসা ,এখনো অবদি ৫০০-র বেশি বামন গ্রহ -উপগ্রহের সন্ধান পাওয়া গেছে।
Highlights
১. নতুন পৃথিবী ও নতুন সূর্যের জুটি আমাদের বসবাসকারী পৃথিবী থেকে মাত্র ৩০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত।
২. নক্ষত্রটির নাম কেপলার ১৬০ এবং গ্রহটির নাম কেওআই ৪৫৬.০৪।
৩. কেপলার ১৬০ -এর চারিদিকে ওই নতুন গ্রহটি তার নির্দিষ্ট কক্ষপথে পাক খেয়ে চলেছে।
# নাসা # সৌরজগৎ # মহাকাশ