পৃথিবী থেকে দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পৃথিবী থেকে দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য ! আপনারা এই বছর ২০২০তে বেশ কয়েকবার কয়েক রকম চাঁদ দেখেছেন। আপনাদের সামনে এসেছে একের পর এক বিরল মহাজাগতিক দৃশ্য। আবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। নীল চাঁদ কি জানেন ? এটি সাধারণত দুটি ভিন্ন ধরণের চাঁদের কথা বর্ণনা করতে ব্যবহৃত হয়। কোনো মাসের ক্যালেন্ডার মধ্যে দুটি পূর্ণ চাঁদের বা পূর্ণিমা দ্বিতীয়টিকে নীল চাঁদ বলা হয়। এই ধরনের নীল চাঁদ শেষ বার ৩১ মার্চ, ২০১৮ এ দেখা গিয়ে ছিল।

super moon

এছাড়াও বিজ্ঞানীদের মতে একই ক্যালেন্ডার মরশুমের মধ্যে চারটি পূর্ণিমার মধ্যে তৃতীয়টি পূর্ণিমার চাঁদকে নীল চাঁদ হিসাবে ধরে নেয়া হয়। যা দেখা যাবে আগস্ট ২২, ২০২১-এ। এছাড়াও পরের নীল চাঁদ যা নাকি প্রথম শ্রেণির নীল চাঁদ। যা দেখা যাবে এই বছর হ্যালোউইনে অর্থাৎ ৩১ অক্টোবর ২০২০। তবে নামে নীল চাঁদ হলেও তার রঙ আদেও নীলাভ রং নয়। কিন্তু সেই চাঁদ নীল রঙের হয় যা একেবারে বিরল প্রকৃতির দৃশ্য এবং নির্দিষ্ট আকারের ধুলো বা ধোঁয়া বা মেঘ না থাকলে তা সম্ভব নয়।

আরো পড়ুন :- ২১শে বাংলায় পদ্ম নাকি জোড়াফুল ? মহাএক্সিটপোল পর্ব – দার্জিলিং

উলেখ্য আগামী নীল চাঁদ দারুন সুন্দর দৃশ্য হবে। উত্তর এবং দক্ষিণ আমেরিকা, ভারত, ইউরোপ এবং এশিয়া জুড়েই দেখা যাবে নীল চাঁদ। প্রতি ১৯ বছর অন্তর সাতবার ঘটে এবং পরেরটি ২০৩৯ সালের হ্যালোইনে দেখা যাবে। এটি হ্যালোইন এর দিন কিছুটা ভুতুড়ে পরিবেশ তৈরি করবে।

Highlights

1. পৃথিবী থেকে দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য !

2. আগামী নীল চাঁদ দারুন সুন্দর দৃশ্য হবে

#Blue MOON #হ্যালোইন #Space #NASA

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন