Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আজকে ২২শে এপ্রিল ‘ বিশ্ব পৃথিবী দিবস ‘। প্রতি বছর আজকের দিনে আমরা সর্বদা এক সুস্থ ও সবুজ পৃথিবীর কল্পনা করি। যা মানব জাতির অত্যাচারে বিপন্ন হয়ে পড়ছে। কিন্তু আজ পৃথিবীর সব চেয়ে বুদ্ধিমান জাতি মানুষ খুবই বিপদগ্রস্থ। মারণ মহামারী করোনার করাল গ্রাসের মুখে বিশ্বের তাবড় তাবড় দেশগুলি। বেশির ভাগ দেশে চলছে টানা লকডাউন। বন্ধ গাড়ি ,বন্ধ কলকারখানা , বন্ধ সমস্ত রকম কাজ। তাতেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মা ধরিত্রী।
ভারতের বিভিন্ন অংশের রিপোর্ট স্বস্তি দিচ্ছে , দূষণ মুক্ত হচ্ছে জল , স্থল ও বাতাস। তার জল জ্যান্ত উদাহরণ হলো গঙ্গা ও যমুনার জল পরিষ্কার হওয়া। প্রকৃতি তার পুরোনো রূপ ফিরে পাচ্ছে। মানুষ ঘর বন্ধি হওয়াতে কিছুটা স্বস্তিতে বন্য প্রাণীরা। তারা নির্ভয়ে জীবন যাপন করছে। এই পৃথিবী দিবসে প্রাণ ফিরে পাচ্ছে পৃথিবী। করোনা পরবর্তী যে দিন আসছে মানুষ আবার ফিরে পাবে এক নতুন পৃথিবী। মানব জাতির উপর বইতে থাকা ঝড় থেমে যাবে , মহামারীও শেষ হবে কালের নিয়মে। মানব জাতিকে নিজেকে শুধরে নিতে হবে আর সুন্দর ভাবে রক্ষা করতে হবে নব রূপে পাওয়া পৃথিবীকে।
আরো পড়ুন :- মারা গেলেন কান্ট্রি মিউজিকের কিংবদন্তি গায়ক
উলেখ্য , গত ২২শে এপ্রিল ২০১৬তে ভারত সহ বিশ্বের ১৭৫টি দেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলাতে ‘প্যারিস চুক্তিতে‘ স্বাক্ষর করেছিল সেখানে তারা পরিবেশ , বনভূমি ও জীববৈচিত্র্য রক্ষা সহ সব ধরণের পরিবেশ বান্ধব কাযক্রমের শপথ করেছিল তা দৃঢ় ভাবে পালন করতে হবে। তাহলে করোনা পরবর্তী এক সুন্দর সুরক্ষিত দিন অপেক্ষা করে আছে সকলের জন্য।