“পৃথিবী নয় , ভবিষ্যতে মানুষের বাসস্থান হবে অন্য কোথাও” ? রহস্যজনক মন্তব্য জেফ বেজসের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : আজকের কল্পনা, আগামীকালের বাস্তব। আমাজন ও ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা ধনকুবের ব্যবসায়ী জেফ বেজস সেই রূপকথার কথা বললেন। তাঁর মতে, পৃথিবী নয়, আগামী দিনে মহাকাশ হবে মানুষের স্থায়ী বাসস্থান।

avilo home

সম্প্রতি ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথিড্রালে অনুষ্ঠানে অংশ নেন জেফ বেজস। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসার অন্যতম অধিকর্তা বিল নেলসনও। জেফ বলেন, ভবিষ্যতের মানুষ, যাঁরা মহাকাশে জন্মাবেন। তারা নাকি ঘুরতে আসার জায়গা হবে এই পৃথিবী। শুধু তাই না টেসলা ও পেস এক্স’-র প্রতিষ্ঠাতা আর এক ধন কুবের এলন মাস্কও ক’দিন আগে এমন কথা বলেছেন। আগামী ১০০ বছরের মধ্যে বিভিন্ন গ্রহে বসতি স্থাপন করবে মানুষ।

জেফের মহাকাশ ভ্রমণের পরেই ‘স্পেস টুরিজম’ জনপ্রিয় হতে শুরু করেছে। সবটা দেখে অনেকেরই বক্তব্য, ভবিষ্যতে একাধিক গ্রহের প্রাণী হয়ে উঠবে মানুষ। প্রসঙ্গত, জেফ বেজস কেবল একজন ধনকুবেরই নয়, তিনি বহু মানুষের অনুপ্রেরণাও বটে। বাবা-মায়ের কাছ থেকে ৩ লক্ষ ডলার ধার নিয়ে শুরু করেছিলেন আমাজন ডটকমের ব্যবসা। ধীরে ধীরে বই থেকে শুরু করে হরেক জিনিসের অনলাইন বিপণি হিসাবে আত্মপ্রকাশ করে এই সংস্থা। ২০০০ সালে জেফ রকেট স্টার্ট আপ সংস্থা ‘ব্লু অরিজিন’ স্থাপন করেন। তারপর বাকিটা ইতিহাস।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

বিশেষ বিজ্ঞপ্তি : মাস্ক ব্যবহার করুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। সবাই সময় মত টিকা নিন আর সুস্থ থাকুন। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে যোগ দান করুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন