প্রথমবার মহাকাশ অভিযানের নেতৃত্বে মহিলা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,শারদীয়া রায়: – মহাকাশ সংস্থা নাসার ইতিহাসে প্রথমবার কোনো মহিলা হিউম্যান স্পেসফ্লাইট (Human Spaceflight)-এর নেতৃত্ব দেবে। নাসার তরফে অভিযানের নেতৃত্ব দেওয়া হয়েছে ক্যাথি লডারসকে। ১৯৯২ সালে নাসায় যোগদান করেন ক্যাথি। বর্তমানে নাসার Human Exploration & Operations Mission Directorate-এর জন্য প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে ক্যাথিকে।

গত ৩০ মে স্পেস এক্স (SpaceX)-এর রকেটে দুই মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে (International Space Station) পাঠানো হয়। এই অভিযানের জন্য মনোনীত বেসরকারি অভিযাত্রীদের মহাকাশে পাঠানোর দায়িত্বে ছিলেন ক্যাথি লডারস । আগের মিশনে সফল হওয়ার জন্যই এই মিশন পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি।

নাসার প্রধান জিম ব্রিডেনস্টাইন এক টুইট বার্তায় এই খবরটি জানান। স্পেস এক্স, বোয়িং এবং আরও যে সব কোম্পানি মহাকাশে মানুষ পাঠানোর জন্য স্পেস ক্যাপসুল পাঠায় তাদের নিয়ে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার কাজে যুক্ত সুবাদে এই দায়িত্ব দেওয়া হয়েছে ক্যাথিকে।

প্রথমবার মহাকাশ অভিযানের নেতৃত্বে মহিলা

এই অভিযাত্রীদের ২০২৪ সালে চাঁদ পাঠানো হবে। তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে নাসা। নাসার সাথে যুক্ত হয়েই এইসব যান নির্মাণ করে সংস্থাগুলি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামার পরামর্শে এই সংস্থাগুলির সাথে গাঁটছাড়া বেঁধেছে নাসা। এর আগে মহাকাশে পাঠানোর জন্য যেসব রকেট ও মহাকাশ যান নির্মাণ করা হতো সেগুলি নিজেই তৈরী করতো নাসা।

এর আগে পৃথিবীর কাছাকাছি প্রায় ৮ ধরনের আর্থ অবজেক্ট বা পৃথিবীর উপাদান নির্গত হবে বলে নাসা এক সতর্কতা জারি করেছিল। সেন্টার ফর নিয়ার আর্থ অবজেকটস স্টাডিজের পক্ষ থেকে জানানো হয়েছিল এক্সটেরয়েড ২০২০ কেএন ৫-এর গতিবেগ প্রতি সেকেন্ডে ১২.৬৬ কিলোমিটার।

নাসা সূত্রে খবর জানানো হয়েছিল যে এস্টেরেয়ড ২০০২ এর ব্যাস প্রায় ৫টি ফুটবল ময়দানের সমান ৷ পৃথিবী থেকে প্রায় ৬৮.০২ লক্ষ কিমি দূর দিয়ে বেরিয়ে যাবে এই গ্রহাণু ৷ তবে গ্রহাণুগুলি পৃথিবীর পাশ দিয়ে নির্গত হওয়ার ফলাফল কী হবে তা নাসার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি।

Highlights

১. নাসার ইতিহাসে প্রথমবার মহাকাশ অভিযানের নেতৃত্বে রয়েছেন এক মহিলা।

২. ক্যাথি লডারস নামে ওই মহিলা এর আগেও নাসার বিভিন্ন মিশনের দায়িত্বে ছিলেন।

৩. এর আগে প্রায় ৮ ধরণের আর্থ অবজেক্ট নিয়ে সতর্কতা জারি করেছিল নাসা।

# NASA | # Spacecraft

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন