ফের মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে ভারত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ফের মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে ভারত। আগামী ৫ই জুলাই, রবিবার সংঘঠিত হতে চলেছে এবছরের তৃতীয় চন্দ্রগ্রহণ। ওই দিনটিতেই আবার রয়েছে গুরু পূর্ণিমা। অপরদিকে করোনার প্রভাব ও থাকছে। ফলে ইতিবাচক ও নেতিবাচক, উভয় প্রকার যোগেরই প্রভাব পড়েছে চন্দ্রগ্রহণের ক্ষণে। এই চন্দ্রগ্রহণকে বিজ্ঞানীদের পাশাপাশি জ্যোতির্বিদরা এক গুরুত্বপূর্ণ যোগ বলেই মানছেন।

moon-1783296_1280

রবিবার চন্দ্রগ্রহণ সকাল ৮ টা বেজে ৩৮ মিনিট থেকে ১১টা বেজে ২১ মিনিট অবধি থাকবে। পৃথিবীকে প্রদক্ষিণ করা কালীন এক সময় চাঁদ পৃথিবীর ছায়ার সম্পূর্ণ ঢেকে যায়। ফলে চাঁদের সেই অংশ পৃথিবীর কাছের দৃশ্যমান হয় না। সেই ছায়ায় ঢাকা পড়ায় পৃথিবী থেকে দেখা যায় না রুপোলি চাঁদকে। তাকে বলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।জ্যোতির্বিদরা একেই বলেন চন্দ্রগ্রহণ।

এ বছরের চন্দ্রগ্রহণ ধনু রাশিতে,পূর্বশাদ নক্ষত্রে, শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে সংঘটিত হচ্ছে। ফলে ধনু রাশির জাতক জাতিকাদের উপর এই চন্দ্রগ্রহণের বেশ প্রভাব পড়বে। বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে পারে তাদের জীবনে। এই চন্দ্রগ্রহণ দেশ সহ সর্বমোট বারোটি রাশির জাতকের উপরেই কিছু না কিছু প্রভাব ফেলবে বলেই মনে করছেন জ্যোতির্বিদরা।

Highlights

1. ফের মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে ভারত

2. আগামী ৫ই জুলাই, রবিবার সংঘঠিত হতে চলেছে এবছরের তৃতীয় চন্দ্রগ্রহণ

3. রবিবার চন্দ্রগ্রহণ সকাল ৮ টা বেজে ৩৮ মিনিট থেকে ১১টা বেজে ২১ মিনিট অবধি থাকবে

4. এ বছরের চন্দ্রগ্রহণ ধনু রাশিতে,পূর্বশাদ নক্ষত্রে, শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে সংঘটিত হচ্ছে

#Moon #Moon eclipse

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন