বড়ো ভূমিকম্পের কবলে পড়তে পারে কলকাতা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বড়ো ভূমিকম্পের কবলে পড়তে পারে কলকাতা !সোমবার রাতেই আচমকা শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক অংশে মৃদু ভূকম্পন অনুভূত হয়। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন মানুষজন। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১। কম্পনের মৃদু প্রভাব পড়েছে কলকাতাতে।

avilo digital marketing

এই দিনের ভূমিকম্পের উৎসস্থল সিকিমে। মাত্র কয়েক সেকন্ডের জন্য কম্পন স্থায়ী হলেও এর প্রভাব পড়েছে সারা সিকিম জুড়ে। প্রচুর মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। জলপাইগুড়ি জেলা জুড়ে ভুমিকম্প অনুভূত হয়। সন্ধ্যা ৮টা ৪৯ মিনিট ৫৯ সেকেন্ডে এই কম্পন হয়েছে বলে খবর। যদিও এর জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত মেলেনি। জলপাইগুড়ি ছাড়াও কম্পন অনুভূত হয়েছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, ময়নাগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। ভূমিকম্প হয়েছে মুর্শিদাবাদেও। জলপাইগুড়ি সদর হাসপাতালের মাদার আন্ড চাইল্ড হাবে কম্পনের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূতত্ত্ববিদ ড. সুজীব কর বলেন,  কয়েক দিনে মধ্য আটলান্টিকের শৈল শিরাতে একাধিক ভূমিকম্প হয়েছে। ফলে ধাক্কা পেয়েছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। কলকাতার মাটির নীচে সুক্ষ ফল্টলাইন চলে গিয়েছে। আপাতত এই লাইন পলি দিয়ে ঢাকা। লাইনটি নদিয়া থেকে ডান দিকে বেঁকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশ থেকে এই লাইনটি শিলং মালভূমির কাছে এসে মিশেছে। অর্থাৎ উত্তরপূর্ব ভারতে কোনও ভূমিকম্প হলে তার সরাসরি প্রভাব এই ডাউকি ফল্ট লাইন হয়ে পড়বে কলকাতা এমনকী ঢাকাতেও।

আরো পড়ুন :- ঘুমের মধ্যে এই স্বপ্ন গুলি দেখলে বুঝবেন আপনার প্রেম , বিবাহের যোগ আসছে

উত্তর-পূর্ব ভারতের সঙ্গে এই সংযোগ আগামী দিনে কলকাতার জন্য ভয়ের কারণ হতে পারে, জানাচ্ছেন সুজীব কর।

Highlights

1. বড়ো ভূমিকম্পের কবলে পড়তে পারে কলকাতা !

2. কলকাতার জন্য ভয়ের কারণ হতে পারে, জানাচ্ছেন সুজীব কর।

#Earthquake #Bengal

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন