BBangla News Dunia , সঙ্গীতা দত্ত রায় :- ৬ টি দেশের ৬৪ জন বিজ্ঞানী মনে করছেন বাদুড়ের ওপর করোনা ভাইরাস ছড়ানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বাদুড় বিশেষজ্ঞরা মনে করছেন করোনা ভাইরাসের জন্য বাদুড়কে দায়ী করে চারিদিকে যেভাবে বাদুড় মারা শুরু হয়েছে তাতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।
আরো পড়ুন :- পৃথিবীর কাছ দিয়ে এগিয়ে আসছে গ্রহাণু , ক্ষতির সম্ভবনা নেই
ভারতসহ দক্ষিণপূর্ব এশিয়ার ৬ টি দেশের ৬৪ জন বিজ্ঞানী এই বাদুড়ের সাথে করোনা ভাইরাসের সম্পর্ক জানার জন্য গবেষণা শুরু করেছিলেন। সেই গবেষণায় করোনার ধারক হিসেবে চামচিকি বা বাদুড়ের প্রভাব আছে এমন কোনো প্রমান পাওয়া যায়নি। এই গবেষকদের অন্যতম একজন কস্তুরী সাহা ,তিনি বলেন -নভেল করোনা ভাইরাসের প্রকৃত উৎস এখনও জানা যায়নি। ফুসফুসে করোনা ভাইরাস আটকে থাকার জন্য যে রিসেপ্টর প্রয়োজন বাদুড়ের শরীরে সেই রিসেপ্টর নেই।
আরো পড়ুন :- বিনায়কের পরামর্শ – স্বনির্ভর গোষ্ঠীই গ্রামের একমাত্র ভরসা
কোভিদ ১৯ আবিস্কারক দলের সদস্য আরিঞ্জয় ব্যানার্জী বলেন – ‘ বন্য প্রাণীদের এলাকায় মানুষের অনধিকার প্রবেশের ফলে নতুন ভাইরাসের সংক্রমণ হতে পারে। কিন্তু তার জন্য কোনো প্রমান ছাড়াই বাদুড়কে দায়ী করা হবে কেন ?’
আরো পড়ুন :- করোনা আবহের মধ্যেই ” দ্বিতীয় পৃথিবীর ” খোঁজ দিলো NASA
বিজ্ঞানীরা জানাচ্ছেন -চীনের উহান প্রদেশের যে বাজার থেকে করোনা সংক্রমণ শুরু বলে মনে করা হচ্ছে সেখানে অন্যান্য বহু রকমের মাংসই বিক্রি হচ্ছিলো। বাদুড় কীটপতঙ্গ খেয়ে কৃষিতে সাজায্য করে ও ফুলের পরাগ রেনুর মিলন ঘটাতে সাহায্য করে।
Highlights
- করোনার ধারক হিসেবে চামচিকি বা বাদুড়ের প্রভাব আছে এমন কোনো প্রমান পাওয়া যায়নি।
- বাদুড় কীটপতঙ্গ খেয়ে কৃষিতে সাজায্য করে ও ফুলের পরাগ রেনুর মিলন ঘটাতে সাহায্য করে।
# বিজ্ঞানী # চীনের উহান প্রদেশ