Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিপদের মুখে সমগ্র বিশ্ব । পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক গ্রহাণু, এমনই সতর্কতা জারি করল নাসা। একসঙ্গে ৪ টি গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে উড়ে যাবে । তবে এর ফল কি হবে, সে বিষয়ে বিজ্ঞানীরা এখনও কিছু জানেননা। তাই সতর্কতা অবলম্বন করে শ্রেয় বলে কোন করছেন বিজ্ঞানীরা। নাসা জানিয়েছে, ২২ জুলাই একটি ৪৯ ফুট দৈর্ঘ্যের গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে। নাসা এও জানিয়েছে, ২১ জুলাইও পৃথিবীর খুব কাছ দিয়ে একটি গ্রহাণু উড়ে গিয়েছে। তবে সেক্ষেত্রে পৃথিবীর কোনও বড়সড় ক্ষতি হয়নি। এরকমই ৪ টি গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে উড়ে যাবে বলে জানায় নাসা।
গ্রহাণু গুলি থেকে এখন তেমন ক্ষতি হলেও ভবিষ্যতে কি হবে কিছুই বলা যাচ্ছে না। এদিকে সাও পাওলো স্টেট ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন, তাঁরা কমপক্ষে ১৯ থেকে ২৫টি আলাদা গ্রহাণুর সন্ধান পেয়েছেন। ওই গ্রহাণুগুলি আপাতত রয়েছে বৃহস্পতি ও নেপচুনের মধ্যে। সৌরজগতে তাঁদের গতিপথের ভিন্নতার কারণে, ওই গ্রহাণুগুলি আলাদা করে নজরে পড়েছে বিজ্ঞানীদের। এই গ্রহাণুগুলি সৌর জগতের বাইরের থেকে এসেছে বলে মনে করা হচ্ছে। এই গ্রহাণুগুলি পরিযায়ী গ্রহাণু বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞানীরা আন্দাজ করছেন, এই গ্রহাণুগুলি ৪.৫ বিলিয়ন বছর আগে সূর্যের চারিদিকে ঘুরতে শুরু করেছিল, পরবর্তী সময়ে এদের অবস্থান বদল হয়েছে। তবে এই গ্রহাণুগুলির গতিপথের কম বদল হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গ্রহাণুগুলির নিজেদের মাধ্যাকর্ষণ শক্তি বা অন্য কোনও কারণে বদল আসতে পারে। ধরে নেওয়া হচ্ছে, সৌরমণ্ডলে স্থায়ীত্ব ও ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে এগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ।
Highlights
1. বিপদের মুখে সমগ্র বিশ্ব
2. ৪ টি গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে উড়ে যাবে বলে জানায় নাসা
#গ্রহাণু #Space