Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বড় বিপর্যয়ের আশঙ্কায় ভূ-বিজ্ঞানীরা। একের পর এক ভূমিকম্পে কাঁপছে দেশ। দিল্লি, লাদাখ, ত্রিপুরা, হরিয়ানা, আন্দামানের পর এবার উত্তর-পূর্ব ভারতের রাজ্য নাগাল্যান্ড কেঁপে উঠল ভূমিকম্পে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা ৩২ মিনিট নাগাদ নাগাল্যান্ডের লংলেং জেলার বাসিন্দারা মৃদু ভূমিকম্প অনুভব করেন। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ধরা পড়েছে ৩.৫। একের পর এক ভূমিকম্পের খবরে উদ্বেগ বাড়ছে ভূ-বিজ্ঞানীদের।
বিশ্বজুড়ে করোনা ত্রাস, অপরদিকে নিত্যদিনই একের পর এক ছোট মাত্রার ভূমিকম্প লেগেই আছে বিভিন্ন জায়গায়। ভারত-মায়ানমার সীমান্তে বারবার মৃদু ভূকম্পন অনুভব করছেন সে এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের কাছ থেকে জানা গেল, গত তিন সপ্তাহের মধ্যে প্রায় ৮ বার ভূমিকম্প হয়েছে ওই এলাকাতে। গত ৮ই জুলাই, উত্তর থেকে উত্তর পূর্ব ভারতের মধ্যে চারটি এলাকা পরপর কিছুক্ষণ সময়ের ব্যবধানে ভূমিকম্পে কেঁপে উঠে। এদিন প্রথমে ৬ টা ২ মিনিট নাগাদ ত্রিপুরাতে ভূমিকম্প হয়। সিসমোলজি ডিপার্টমেন্ট জানায় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮।
আজ ত্রিপুরাতে ভূমিকম্প হওয়ার ঠিক দেড় ঘণ্টার মাথায় ৭টা ৪২মিনিট নাগাদ পাঞ্জাবের ভাটিণ্ডাতে ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল, ভাটিণ্ডা থেকে ১১৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ঠিক ৩০ মিনিট বাদে ৮ টা ১১ মিনিটে অরুণাচল প্রদেশের ছাংলাং এলাকা ভূমিকম্পের কবলে পড়ে। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ছাংলাং থেকে ১৪৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। অনবরত ভূমিকম্পে কাঁপছে দেশ, ভূমিকম্পের মাত্রা মাঝারি অংকের হলেও ভবিষ্যতে বড় ভূমিকম্পের অশনি সংকেত দিচ্ছেন ভূ-বিজ্ঞানীরা।
Highlights
1. ঘনঘন ভূমিকম্প !
2. বড় বিপর্যয়ের আশঙ্কায় ভূ-বিজ্ঞানীরা
#Earth #quake