ভবিষ্যৎ জীবনের বদল আনবে কৃত্তিম বুদ্ধিমত্তা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , S. Datta Roy  :-   করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশ জুড়ে ২ ধরে চলছে টানা লকডাউন।ফলে এখন বহু সংস্থায় তাদের কর্মীদের দিয়ে ওয়ার্ক ফ্রম হোম করিয়ে নিচ্ছে। মানুষের রোজকার জীবনের পরিবর্তনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। বেনেট এন্ড কোলম্যান গোষ্ঠীর বেনেট ইউনিভার্সিটি আয়োজিত বিশ্বব্যাপী ওয়েবিনারে বক্তৃতা দিলেন উদ্যোগপতি ও বিজ্ঞানীরা ,তাদের এটাই  মত। এখানে বক্তৃতার টপিক ছিল -‘ কভিদের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। ‘ প্রধান অতিথি কেন্দ্রীয় তথ্যমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শুরুতেই বলেন – ডিজিটাল ইন্ডিয়ার কথা।

তিনি বলেন – ‘ ভারতে স্মার্ট ফোন ব্যবহারকারীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। এই অবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে করোনা ভাইরাস সংক্রান্ত গবেষণা ও চিকিৎসায় লাভ হতে পারে। ‘ আইবিএম (IBM) ইন্ডিয়ার জেনারেল ম্যানেজারের কথায়  – ‘ কৃত্রিম বুদ্ধিমত্তা যেন এই পরিস্থিতিতে ডাক্তারের মতো। নানাভাবে কোভিদ বিষয়ে তথ্য জানা যাচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে। এমনকি খাদ্য উৎপাদনের ক্ষেত্রেও সাহায্য করছে। ‘ এডএক্স সংস্থাই সিইও -এর মতে -‘ সারা বিশ্বে যে শিক্ষার্থী আছে তার সংখ্যায় ২ য়  স্থানে ভারত। গত কয়েক মাসের শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়ছে সব ক্ষেত্রে। ‘

ভারতের মাইক্রোসফট সংস্থা ন্যাশনাল টেকনোলজি অফিসারের কথায় -এই পরিস্থিতিতে আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে টেকনোলজি। তাদের সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে এআই -এর সাহায্য নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত টেলি স্ক্রিনিং -এর প্রয়োগে ডাক্তার ও রুগীর যোগাযোগ আরও সহজ করে তুলেছে।

Highlights

১.  মানুষের রোজকার জীবনের পরিবর্তনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। 

২.  ভারতে স্মার্ট ফোন ব্যবহারকারীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। এই অবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে করোনা ভাইরাস সংক্রান্ত গবেষণা ও চিকিৎসায় লাভ হতে পারে।

৩.  কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত টেলি স্ক্রিনিং -এর প্রয়োগে ডাক্তার ও রুগীর যোগাযোগ আরও সহজ করে তুলেছে। 

#   ভারত      #  কৃত্রিম বুদ্ধিমত্তা   #   করোনা    #  চিকিৎসা 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন