মঙ্গলগ্রহে প্রাণের খোঁজ পাওয়ার সম্ভবনা , উচ্ছ্বসিত বিজ্ঞানীরা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, পল্লব চক্রবর্তী :- মঙ্গলগ্রহে প্রাণের খোঁজের সম্ভবনা। পৃথিবীর বাইরে, মহাকাশে আর কোথাও প্রাণ আছে কিনা সে সম্পর্কে মহাকাশ বিজ্ঞানীরা অবিরাম খোঁজ চালিয়ে যাচ্ছেন। ভিনগ্রহীদের প্রতি মানুষের আগ্রহ সেই প্রাচীনকাল থেকে চলে আসছে। সম্প্রতি মঙ্গল গ্রহে একটি বরফের হ্রদ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। আর এই আবিষ্কারকে কেন্দ্র করেই বিজ্ঞানীদের মনে আশা জাগছে, মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাবনা নিয়ে। জল থাকলেই সেখানে থাকতে পারে প্রাণ। তাই মঙ্গলগ্রহে প্রাণের উপস্থিতি সম্পর্কে যথেষ্ট আগ্রহী তারা।

সম্প্রতি ইউরোপিয়ান স্পেস এজেন্সির পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। স্পেস এজেন্সির মারসিস নামক একটি রেডার যন্ত্রে ধরা পড়েছে মঙ্গল গ্রহের বরফ হ্রদেএর ছবি। ইউরোপিয়ান স্পেস এজেন্সির পাঠানো মার্স এক্সপ্রেস নামক একটি মহাকাশযান মারসিস কে নিজঅভ্যন্তরে বহন করে অনবরত মঙ্গল গ্রহের কক্ষপথে আবর্তন করে চলেছে।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি থেকে শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রায় ৮২ কিলোমিটার প্রস্থ বিশিষ্ট এবং ১.৮ কিলো মিটার গভীরতা সম্পন্ন একটি গর্ত, যার মধ্যে বরফ রয়েছে। এই গর্ত টিকে গবেষকেরা বরফের রিজার্ভায়ার বলেই চিহ্নিত করেছেন। অতিরিক্ত ঠান্ডায় এবং বাতাসের ঘনত্ব কম হওয়ায় জলাধারের উপরের জল বরফে পরিণত হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, এর আগে মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব সম্পর্কে জানা গেলেও, এই প্রথম সেখানে কোনো স্থায়ী জলাধার পাওয়া গেল।

Highlights

1. মঙ্গলগ্রহে প্রাণের খোঁজের সম্ভবনা

2. এই আবিষ্কারকে কেন্দ্র করেই বিজ্ঞানীদের মনে আশা জাগছে

3. মঙ্গলগ্রহে প্রাণের উপস্থিতি সম্পর্কে যথেষ্ট আগ্রহী তারা

4. প্রথম সেখানে কোনো স্থায়ী জলাধার পাওয়া গেল

#Mars #Life

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন