পৃথিবীর মাটির চেয়ে মঙ্গলের মাটিতে নিয়ন্ত্রিত উপায়ে উড়ে যাওয়া পৃথিবীতে উড়ানের চেয়ে অনেক বেশি কঠিন। সামান্য মাধ্যাকর্ষণ শক্তি থাকলেও তা পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ।  রাতে এর তাপমাত্রা মাইনাস ১৩০ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ৯০ ডিগ্রি সেলসিয়াস। কখনও এর নিচেও নেমে যেতে পারে যা। যার ফলে সুরক্ষিত বৈদ্যুতিক উপাদান ক্র্যাক করতে পারে।

আরো পড়ুন :- ভারত সৌদি আরবকে বুঝিয়ে দিলো যে এটা নতুন ভারত

নাসার জেট প্রপিউলেশন ল্যাবরেটরির তরফে শনিবার টুইট করে জানানো হয়েছে, মার্স হেলিকপ্টার মঙ্গলের মাটিতে নেমে গিয়েছে। ২৯৩ মিলিয়ন মাইল যাত্রা করে নাসার পারসেভেব়্যান্স রোভার রবিবার তার পেট থেকে ৪ ইঞ্চি নিচে ড্রপ করে তার জার্নি শেষ করে। পরবর্তী মাইলস্টোন রাতে সারভাইভ করা। নাসার তরফে একটি টুইট করা হয়েছে। সেখানে পারসেভের়্যান্স থেকে নামা হেলিকপ্টারটি স্পষ্ট দেখা গিয়েছে। ইনজেনুইটি এতদিন পারসেভেব়্যান্সের পেটের ভিতর ছিল। তবে এবার সে নিজস্ব ব্যটারিতে সচল।