মানব দেহে নয়া অঙ্গের খোঁজ পেলেন বিজ্ঞানীরা ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মানব দেহে নয়া অঙ্গের খোঁজ পেলেন বিজ্ঞানীরা ! হল্যান্ডের বিজ্ঞানীরা প্রস্টেট ক্যানসারের বিষয়ে গবেষণা করতে গিয়ে আচমকাই ওই অঙ্গ খুঁজে পান। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইভসায়েন্সের বিশেষ প্রতিবেদন থেকে তেমনটাই জানা গিয়েছে। নেদারল্যান্ডস ক্যানসার ইনস্টিটিউটের ওই গবেষকরা গলার উপরের দিকে হাজার হাজার আণুবীক্ষণিক লালা গ্রন্থি দেখতে পান। বিজ্ঞানীরা গ্রন্থিগুলির নামকরণ করেছেন টিউবারিয়াল লালা গ্রন্থি।

বিজ্ঞানীদের দল অন্তত একশো জন রোগীর শরীরে নানা রকম পরীক্ষা চালিয়ে তবেই তাঁরা দেহে ওই লালা গ্রন্থির উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়েছেন। এই বিশেষ আবিষ্কার ক্যানসারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। এই লালা গ্রন্থি গুলির আকার প্রায় দেড় ইঞ্চি তথা ৩.৯ সেন্টিমিটার। হল্যান্ডের গবেষকরা জানাচ্ছেন, ওই গ্রন্থিগুলি সম্ভবত নাক ও মুখের পিছনের দিকে অবস্থিত গলার উপরের অংশকে সিক্ত ও আর্দ্র করে রাখে। এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে নব দিগন্ত খুলে দিলো।

আরো পড়ুন :- শিয়রে পৃথিবীর বড় বিপদ ! সতর্ক করল NASA

ক্যান্সার চিকিৎসকের নানা প্রকার ক্যানসারের চিকিৎসা করার সময় নানা রকমের রেডিও থেরাপি প্রয়োগ  করেন। সেই সময় তাঁরা দেহের প্রধান প্রধান লালাগ্রন্থিগুলিকে বাঁচিয়ে প্রয়োগ করেন, যাতে রোগীদের খেতে, কথা বলতে কিংবা খাবার চিবোতে সমস্যা না হয়। কিন্তু এখন যেহেতু ওই ‌আণুবীক্ষণিক লালা গ্রন্থিগুলি সম্পর্কে তাঁরা অবহিত ছিলেন না তাই সেগুলি হয়তো রেডিয়েশনের কবল থেকে বাঁচত না। ফলে রোগীর শরীরে আরও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেত। কিন্তু আগামী দিনে বিজ্ঞানীরা এই লালা গ্রন্থিগুলির সম্পর্কে সচেতন থাকলে রেডিয়েশনের সময় রোগীদের পার্শ্বপ্রতিক্রিয়া কমবে।

Highlights

1. মানব দেহে নয়া অঙ্গের খোঁজ পেলেন বিজ্ঞানীরা !

2. এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে নব দিগন্ত খুলে দিলো

#টিউবারিয়াল #লালা গ্রন্থি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন