Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- একটি শক্তিশালী সৌর ঝড় ধেয়ে আসছে পৃথিবীর দিকে। মহাকাশ বিষয়ক ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ১.৬ মিলিয়ন কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় ধেয়ে আসছে পৃথিবীর দিকে। আজ সোমবার এই ঝড় আছড়ে পড়তে পারে পৃথিবীর উপর। সূর্যের বায়ুমণ্ডল থেকে এই ঝড়ের সূত্রপাত। এই বিকিরণের ফলে দুর্দান্ত মহাজাগতিক দৃশ্য দেখা যাবে উত্তর এবং দক্ষিণ মেরু থেকে। কয়েক মাস ধরে সূর্যের মধ্যে এক অস্থিরতা নজর করা গিয়েছে।
মহাকাশ গবেষণা সংস্থা নাসার দাবি, এই ঝড়ের দেরে সারা বিশ্বে স্যাটেলাইট সিগ্নাল বিঘ্নিত হতে পারে। যার জিপিএস এবং মোবাইল সিগ্নালে বিঘ্ন হতে পারে। কিন্তু সেই সম্ভবনা অনেকটা কম। মে মাসে বিজ্ঞানীরা দাবি করেন যে ঘুম থেকে জেগে উঠেছে সূর্য। সেই সময় কয়েক লক্ষ টন প্রচণ্ড গরম গ্যাস সূর্য থেকে ছড়িয়ে পড়ে।
সৌর ঝড়ের সময় সূর্য থেকে ছড়িয়ে পড়া গরম গ্যাসে ইলেকট্রিক চার্জ যুক্ত গ্যাস রয়েছে যেখান থেকে সৃষ্টি হয় চৌম্বকীয় তরঙ্গ। তার জেরে বিশ্বের ক্ষেত্রে বেতার তরঙ্গ , জিপিএসের উপর প্রভাব পড়তে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা। কিন্তু এর ফলে সরাসরি পৃথিবীতে কোনও প্রভাব সরাসরি পড়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।
উল্লেখ্য, ২০২০ সালে সূর্য এর ১১ বছরের নতুন সাইকেল শুরু করে। এই সাইকেল ২০২৫ সালে চরম পর্যায়ে পৌঁছবে। বিশ্বের উপর শেষ সৌর ঝড় আঘাত হেনেছিল ১৭ বছর আগে। তবে সেই সময়ের তুলনায় বর্তমানে প্রযুক্তির উপর আমাদের নির্ভরশীলতা বেড়েছে কয়েক গুণ। তবে এই সৌর ঝড় বিশ্বজুড়ে প্রযুক্তিকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের।
” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “