শিয়রে পৃথিবীর বড় বিপদ ! সতর্ক করল NASA

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- শিয়রে পৃথিবীর বড় বিপদ ! করোনা সংক্রমণে ত্রস্ত গোটা পৃথিবী। চলছে বেঁচে থাকার অনবরত লড়াই। এমন অবস্থায় নাসার বৈজ্ঞানিকরা পূর্বাভাস দিয়েছেন যে, ৩ নভেম্বর  মহাকাশ থেকে ধেয়ে আসা এক গ্রহাণু পৃথিবীতে এসে আছড়ে পড়ার সম্ভবনা। তা আবার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক কিছুদিন আগেই। তবে পরিসংখ্যান অন্য কথা বলছে , গ্রহাণুটির পৃথিবীর ধাক্কার ০.৪১ শতাংশ সম্ভাবনা আছে। নাসার বৈজ্ঞানিকরা বলছেন , ০.০০২ কিমির অর্থাৎ প্রায় ৬.৫ ফুট এর গ্রহাণু 2018VP1। এটি চলে যাবে পৃথিবীর খুব কাছ দিয়ে।

নাসার বিজ্ঞানীরা আরো জানাচ্ছে , গ্রহাণুটির ধাক্কায় পৃথিবীতে সম্ভাব্য তিনটি প্রভাব পড়তে পারে। তাও খব কম। তবে নাসার দৃঢ় পর্যবেক্ষণের ভিত্তিতে ও তাঁদের গবেষণা অনুযায়ী, যদি গ্রহাণুর সাথে পৃথিবীর ধাক্কা লাগে তাতেও খুব একটা গভীর প্রভাব পড়বে না।

উলেখ্য গত সপ্তাহে বড়ো গাড়ির মতো আয়তনের একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেছে। নাসা বিবৃতিতে জানিয়েছে , সেই গ্রহাণুটি গত রবিবার ভারতীয় সময় রাত ৯ঃ৩৮ নাগাদ দক্ষিণ ভারত মহাসাগরের ২ হাজার ৯৫০ কিমি উপর দিয়ে চলে গেছে। প্রসঙ্গত এই বছর বেশ কিছু গ্রহাণুই পৃথিবীর থেকে বেশ কিছটা দূরত্ব দিয়ে চলে গেছে।

কিন্তু যাদের সব কটার ক্ষেত্রে দূরত্ব পৃথিবী থেকে চাঁদের দূরত্বের থেকেও বেশি হয়েছে। কিন্তু নভেম্বর মাসে যেই গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে চলেছে , সেটিও পৃথিবীতে আছড়ে পড়বে না হলে খুব কাছ থেকে যাবে। তবে আছড়ে পড়ার সম্ভবনা কম।

Highlights

1.শিয়রে পৃথিবীর বড় বিপদ !

2. নভেম্বর মাসে গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে চলেছে

#Earth # গ্রহাণু

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন