শুরু হলো ভারত-জাপান চন্দ্রাভিযানের প্রস্তুতি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,শারদীয়া রায়: – করোনার মধ্যেই ভারত এবং চীনের যৌথ উদ্যোগে শুরু হলো চন্দ্রাভিযানের প্রস্তুতি। এই অভিযানের কোন অংশটা ভারত আর কোন অংশটা চীন পরিচালনা করবে তার একটা রূপরেখাও প্রকাশ করা হলো।

জাপানী মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা জানিয়েছে যে এই অভিযানে ল্যান্ডিং সিস্টেমের দায়িত্বে রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই সংস্থার নেতৃত্বেই চন্দ্র অভিযানে প্রথম চাঁদের মাটিতে স্থাপন করা হবে ল্যান্ডার এবং রোভার। তবে ল্যান্ডিং মডিউল এবং রোভার নির্মাণের দায়িত্বে আছে জাপানিরা। এই চন্দ্র অভিযান ছাড়াও বর্তমানে ইসরো মহাকাশে মানুষ পাঠানোর মিশনের দায়িত্বে রয়েছে। এই মিশনটির নাম গগনযান (Gaganyaan)। ২০২২ সালে এই গগনযান লঞ্চ করতে পারে।

শুরু হলো ভারত-জাপান চন্দ্রাভিযানের প্রস্তুতি

২০১৭ সালে প্রথম ভারত জাপান চন্দ্রাভিযানের পরিকল্পনা করা হয়েছিল। ২০১৮ জাপান সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন। এর ফলে সেই সময় থেকেই এই চন্দ্রাভিযানের প্রস্তুতি শুরু হয়েছিল। এখন এই প্রস্তুতি আরো কয়েক ধাপ এগোলো। এই যুগ্ম অভিযানের মূল লক্ষ্য হলো চান্দ্ররাতে সেখানে অবস্থান করা এবং খননকার্য করা। এই অভিযানের সাফল্যের উপরে নির্ভর করছে আগামী চন্দ্রাভিযান আবার কবে হবে। তবে এই অভিযান সফল হলে নিঃসন্দেহে আগামী অভিযানগুলি আরো সহজ হয়ে যাবে।

Highlights

১. করোনা র মধ্যেই ভারত-জাপান চন্দ্রাভিযানের প্রস্তুতি শুরু হলো।

২. এই অভিযানের নেতৃত্বে থাকবে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো।

৩. আগামী চন্দ্রাভিযান এই অভিযানের সাফল্যের উপরে অনেকখানি নির্ভরশীল।

# ISRO | # Jaxa | # Moon Mission

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন