সমুদ্রের জলস্তর বাড়ার চাঞ্চল্যকর খবর এবারে সামনে এলো

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস : – সমগ্র বিশ্ব যখন তাদের সবকিছু ভুলে গিয়ে করোনা ঠেকাতে ব্যাস্ত ঠিক সেই সময়ে এই খবর সবার কপালে একটু হলেও ভাজ ফেলেছে । বিশ্বজুড়ে সমুদ্রের জলস্তরের বৃদ্ধি হচ্ছে হু হু করে । নির্দিষ্ট যে গতিতে বাড়ার কথা ছিল তার চেয়ে অনেক দ্রুত গতিতে সমুদ্রের জলস্তর বাড়ছে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি-র (এনটিইউ সিঙ্গাপুর)-র বিজ্ঞানীরা ।

তাদের সঙ্গে এই রিসার্চে সঙ্গী ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের ডারহাম বিশ্ববিদ্যালয়, মার্কিন ‘টুফ্টস বিশ্ববিদ্যালয় এবং জার্মানির পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের বিজ্ঞানীরাও। সমুদ্রের জলস্তর অনেকদিন ধরে বৃদ্ধি হচ্ছিলো কিন্তু এই সমীক্ষাতে সেটা দেখা গেছে যে আগের থেকে অনেক গুন্ বেশি তা বৃদ্ধি হচ্ছে ।

আরো পড়ুন : – দেখা মিললো পৃথিবীর নিকট প্রতিবেশীর

একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই চা ঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। সমীক্ষা রিপোর্টে আশঙ্কা করা হয়েছে ২১০০র মধ্যে এক মিটার এবং ২৩০০র মধ্যে পাঁচ মিটার হারে বেড়ে উঠছে সমুদ্রস্তর। বিজ্ঞানীরা বলেছেন আগে এই সমুদ্র-স্তর বৃদ্ধির হার খুব কম ছিল ৷ সমুদ্রের জলস্তরে এই বৃদ্ধির হার সকলকে চমকে দিচ্ছে এই হারে বৃদ্ধির ফলে সবচেয়ে ভয়ের জায়গায় রয়েছে সমুদ্র তীরবর্তী জনপদ ও শহর ৷

আরো পড়ুন : – করোনা আবহের মধ্যেই ” দ্বিতীয় পৃথিবীর ” খোঁজ দিলো NASA

কলকাতা থেকে শুরু করে মুম্বই – সাংহাই নিউইয়র্কের মতো শহরেই প্রথম আঘাত হানবে এই মারণ গতিতে সমুদ্রের জলস্তর বৃদ্ধি ৷ আর এভাবে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ার সবচেয়ে গুরুত্বপূ্র্ণ মারণ কারণ গ্রিনহাউস গ্যাসের নির্গমন৷ মানুষের উন্নয়নের জোয়ারের খেসারত তাই এবার মানুষকেই দিতে হবে ৷

Highlights

  • বিশ্বজুড়ে সমুদ্রের জলস্তরের বৃদ্ধি হচ্ছে হু হু করে ।
  • নির্দিষ্ট যে গতিতে বাড়ার কথা ছিল তার চেয়ে অনেক দ্রুত গতিতে সমুদ্রের জলস্তর বাড়ছে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি-র (এনটিইউ সিঙ্গাপুর)-র বিজ্ঞানীরা ।
  • কলকাতা থেকে শুরু করে মুম্বই – সাংহাই নিউইয়র্কের মতো শহরেই প্রথম আঘাত হানবে এই মারণ গতিতে সমুদ্রের জলস্তর বৃদ্ধি ৷

#Science              #World       #Space

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন