সূর্য গ্রহণের মহাজাগতিক দৃশ্যের সাক্ষী ভারত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   কয়েক দিন আগেই বিশ্ব সাক্ষী ছিল চন্দ্রগ্রহণের ,২০২০ সালে ইতিমধ্যেই ২ টো চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছে ভারতবাসী। এবার সূর্যগ্রহণের পালা ,যা হবে আগামী রবিবার। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন পৃথিবী থেকে আর সূর্যকে  দেখা যায় না ,একেই সূর্যগ্রহণ বলা হয়।

solar-eclipse

সূর্যগ্রহণ  কখনোই খালি চোখে দেখতে নেই তাতে চোখের ক্ষতি হতে পারে। কারণ ওই সময় সূর্যের রশ্মি খুব ক্ষতিকারক। তাই X Ray Plate  দিয়ে দেখলে কোনো ভয় থাকে না।

চলতি বছরেই আরও ২ বার চন্দ্রগ্রহণ হবে ,যদিও ভারত থেকে দেখা যাবে না। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে তাই পৃথিবীর আকাশ থেকে চাঁদকে দেখা হয় না। তাকেই বলে চন্দ্রগ্রহণ।

solar-eclipse

আগামী ২১ জুন বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ২০২০ সালের প্রথম সূর্যগ্রহণ এটি। এই গ্রহণ ভারত সহ পাকিস্থান ,চীন ,আফ্রিকা থেকেও দেখা যাবে। ২১ জুন সকাল ৯ টা ১৫ মিনিটে গ্রহণ শুরু হবে আর শেষ হবে দুপুর ২ টো  ২ মিনিট অবদি  .১২ টা  ১০ এই গ্রহণ সর্বোচ্চ হবে।

Highlights 

১.  চাঁদ  সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন পৃথিবী থেকে আর সূর্যকে  দেখা যায় না ,একেই সূর্যগ্রহণ বলা হয়।

২.  আগামী ২১ জুন বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

৩.  ২১ জুন সকাল ৯ টা ১৫ মিনিটে গ্রহণ শুরু হবে। 

সূর্যগ্রহণ   #  ভারত  

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন