Bangla News Dunia : S. Datta Roy – কয়েক দিন আগেই বিশ্ব সাক্ষী ছিল চন্দ্রগ্রহণের ,২০২০ সালে ইতিমধ্যেই ২ টো চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছে ভারতবাসী। এবার সূর্যগ্রহণের পালা ,যা হবে আগামী রবিবার। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন পৃথিবী থেকে আর সূর্যকে দেখা যায় না ,একেই সূর্যগ্রহণ বলা হয়।
সূর্যগ্রহণ কখনোই খালি চোখে দেখতে নেই তাতে চোখের ক্ষতি হতে পারে। কারণ ওই সময় সূর্যের রশ্মি খুব ক্ষতিকারক। তাই X Ray Plate দিয়ে দেখলে কোনো ভয় থাকে না।
চলতি বছরেই আরও ২ বার চন্দ্রগ্রহণ হবে ,যদিও ভারত থেকে দেখা যাবে না। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে তাই পৃথিবীর আকাশ থেকে চাঁদকে দেখা হয় না। তাকেই বলে চন্দ্রগ্রহণ।
আগামী ২১ জুন বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ২০২০ সালের প্রথম সূর্যগ্রহণ এটি। এই গ্রহণ ভারত সহ পাকিস্থান ,চীন ,আফ্রিকা থেকেও দেখা যাবে। ২১ জুন সকাল ৯ টা ১৫ মিনিটে গ্রহণ শুরু হবে আর শেষ হবে দুপুর ২ টো ২ মিনিট অবদি .১২ টা ১০ এই গ্রহণ সর্বোচ্চ হবে।
Highlights
১. চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন পৃথিবী থেকে আর সূর্যকে দেখা যায় না ,একেই সূর্যগ্রহণ বলা হয়।
২. আগামী ২১ জুন বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।
৩. ২১ জুন সকাল ৯ টা ১৫ মিনিটে গ্রহণ শুরু হবে।
# সূর্যগ্রহণ # ভারত