সৌরঝড় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল বিজ্ঞানীরা , বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পৃথিবীর দিকে আসছে সৌর ঝড়। যার গতি ঘণ্টায় প্রায় ১৬ লক্ষ কিলোমিটার। যার প্রভাবে মোবাইল সিগন্যাল, রেডিও সিগন্যাল, জিপিএস নেভিগেশন সমস্যা হতে পারে। এমন খবর গত সপ্তাহ থেকে ঘুরপাক খাচ্ছে। ফলে আতঙ্ক ছড়াচ্ছিল। সংবাদ সংস্থা এপি সূত্রে জানা গেছে , বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোনও সৌর ঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছে না। আশঙ্কা করা হচ্ছে তা ভিত্তিহীন।

avilo home

Spaceweather.com নামের ওয়েবসাইটে দাবি করা হয়েছিল, পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর ঝড়। তার ধাক্কায় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে প্রভাব পড়বে। এপি সূত্রে জানা গেছে এমন আশঙ্কা অমূলক। কোনও সৌর ঝড় পৃথিবীতে আছড়ে পড়ার কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই।

তবে পৃথিবীর দিকে ধেয়ে না এলেও গত ৩ জুলাই এক সৌর শিখা দেখা গিয়েছিল। চার বছরের মধ্যে উজ্জ্বল আলো সূর্য থেকে এভাবে পাওয়া যায়নি। তিনি জানিয়েছেন, সৌভাগ্যবশত আমরা ৯.৩ কোটি মাইল দূরে রয়েছি। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ও বায়ু মণ্ডল এই ক্ষতিকারক বিকিরণের হাত থেকে রক্ষা পায়।

সৌরজগৎ

গত কয়েক দিন সৌর ঝড়কে কেন্দ্র করে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এই ঝড় থেকে পৃথিবীর কোনও ক্ষতি না হলেও উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় বড় প্রভাব পড়তে চলেছে এমন আশঙ্কা তৈরি হচ্ছিল। প্রসঙ্গত, বিজ্ঞানীরা সেটি খারিজ করে দিয়েছে।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

বিশেষ বিজ্ঞপ্তি :- সারা দেশে করোনা সংক্রমন নিম্নমুখী। এই পরিস্থিতিতে আরও বেশি করে সচেতন হোন। মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন