উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের জেরে গত বছরের অগাস্টে ক্ষমতাচ্যুত হন সে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। গত বছরের ৫ অগাস্ট বাংলাদেশ ছাড়েন হাসিনা। সেই সময় থেকে শেখ হাসিনা ভারতে (INDIA) রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তারপর থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে এক কূটনৈতিক চাপানউতর তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যেও। এমন অবস্থায় আগে বাংলাদেশের ইউনুস সরকার (Yunus government) হাসিনাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লির কাছে অনুরোধ জানিয়েছিল। এতদিন তাতে বিশেষ আমল দেয়নি ভারত। তবে সোমবার ফের ভারত হাসিনার প্রত্যর্পণের বিষয়ে অবস্থান স্পষ্ট করল।
সোমবার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের এক প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। তাঁদের সঙ্গে আলাপচারিতার সময়েই হাসিনার প্রসঙ্গ উঠে আসে। এবিষয়ে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, ব্যপারটির সঙ্গে আইনি বিষয় জড়িয়ে আছে। উভয় দেশের মধ্যে তা নিয়ে আলোচনা ও পরামর্শ হওয়া দরকার। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এবিষয়গুলি নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য তৈরি।
এছাড়াও বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এনিয়ে তিনি জানান, বাংলাদেশের জনগনের দ্বারা নির্বাচিত যে কোনও সরকারের সঙ্গে কাজ করার জন্য ভারত প্রস্তুত রয়েছে।