Short News : তবে কি ” বিজেপির শেষের শুরু ” , সভাপতিই তৃনমুলে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , অমিত রায় :- বিধানসভা ভোটের পরে বিজেপির বড় নেতা মুকুল রায় বিজেপি ছেড়ে তৃনমুলে গেছেন। তার আসার পরেই অনুমান করা হচ্ছিলো যে মুকুল রায়ের হাত ধরে পুরানো তৃনমুল নেতা ও কিছু বিজেপির নেতা তৃনমুলে প্রবেশ করতে পারে। আর আজ তারই শুরু করলেন বলে মন্তব্য মুকুল রায়ের।

আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা যোগ দিলেন তৃণমুলে। তাকে দলের পতাকা তুলে দিলেন মুকুল রায় , ব্রাত্য বসু , সুখেন্দুশেখর রায়। গঙ্গাপ্রসাদ শর্মার সাথে তৃনমুলে যোগ দিয়েছেন তার একাধিক অনুগামীরা। সদ্য বিজেপি ছেড়ে তৃণমুলে ফিরে আশা মুকুল রায় বলেন , ‘ বিধানসভা ও লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করেছিল কিন্তু এখন বিজেপির সংগঠনে ভাঙ্গন ধরছে। তাই আমি বলবো , এটা শেষের শুরু।

আরো পড়ুন :- চানক্য নীতি , জীবনে সাফল্য লাভ করতে এই বিষয় গুলিতে অবগত থাকা উচিত

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন : নেপালের কাছে বিক্রি করা টিকার দাম খবরে আসতেই ক্ষুদ্ধ চীন !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন