Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিনিয়োগের (Investment) ব্যাপারে চিন্তাভাবনা করছেন? সিস্টেমেটিক ইনভেসমেন্ট প্ল্যান (SIP) নাকি ন্যাশনাল পেনশন স্কিম (NPS) ঠিক কোথায় টাকা জমালে উপকার পাবেন? এই বিষয়ে যদি সন্দেহ থেকে আপনারও তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। দুই বিষয়েই গুরুত্বপুর্ণ তথ্যগুলির উল্লেখ করা রইল।
NPS Investment Benefits 2025
SIP ও NPS-এর মধ্যে কোথায় বিনিয়োগ করলে আপনি লাভ পাবেন জেনে রাখা জরুরী। যদি আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP-তে বিনিয়োগে আগ্রহী হয়ে থাকেন তাহলে জেনে রাখা জরুরি সংক গ্ন্যাশনাল পেনশন স্কিম বা NPS পেনশন প্রকল্পেও বিনিয়োগ করতে পারেন। এই সরকার-সমর্থিত অবসরকালীন সঞ্চয় পরিকল্পনা একজন ব্যক্তির আর্থিক নিরাপত্তাই শুধু নিশ্চিত করে না, বরং তার সঙ্গে কর সুবিধাও প্রদান করে।
আরও পড়ুন:- হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায় কি? জেনে নিন
SIP ও NPS কোথায় বিনিয়োগ লাভজনক?
NPS-এ SIP ব্যবহার করে, একজন ব্যক্তি যদি প্রতিমাসে অল্প পরিমাণে বিনিয়োগ করেন এবং ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে সঞ্চয় করতে থাকেন তাহলে একটা সময় পর তাঁর সঞ্চয় যথেষ্ট ভালো হবে। আসলে জাতীয় পেনশন প্রকল্প বা NPS হল এমন একটি সরকার-সমর্থিত প্রকল্প, যা একজন গ্রাহকের জন্য নির্ভরযোগ্য পাশাপাশি স্থায়ী রিটার্ন নিশ্চিত করে। কিন্তু, এও মনে রাখা দরকার NPS-এ বিনিয়োগ করে, একজন গ্রাহক ৮০-সি ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর-ছাড় সুবিধাও পাবেন আবার ৮০-ডি ধারা-র অধীনে অতিরিক্ত ৫০০০০ টাকা ছাড়ের দাবিও করতে পারেন।
এবার জেনে রাখা দরকার, NPS-এর অধীনে SIP কিভাবে সেট আপ করবেন। আসলে এটি একটি সহজ এবং ঝামেলাহীন প্রক্রিয়া। যা চালু করতে আপনাকে NPS অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এরপর নেভিগেট করুন বিনিয়োগ বিভাগে। এখন সেখান থেকে বেছে নিন SIP বিকল্পটি। বিনিয়োগ পরিমাণ ও SIP ফ্রিকোয়েন্সি (মাসিক, ত্রৈমাসিক বা অর্ধ-বার্ষিক) নির্ধারণ করতে হবে। SIP কিস্তির সর্বনিম্ন জমা দেওয়ার পরিমাণ ৫০০ টাকা, এবং প্রতি কিস্তির সর্বোচ্চ পরিমাণ হলো ১,০০,০০০ টাকা। তবে যদি আপনি NPS অ্যাকাউন্টে আরও অবদান রাখতে চান, তবে অতিরিক্ত SIP সেট আপ করতেই পারেন।
আরও পড়ুন:- কিভাবে মাত্র 50 টাকায় পাবেন নতুন QR যুক্ত Pan Card! এক ক্লিকে জেনে নিন
আরও পড়ুন:- ভানুয়াতুর নাগরিকত্ব নিলেন পলাতক ললিত মোদী, কোন সুবিধা পাওয়ার জন্য এই কাজ করলেন ? জানুন