পশ্চিমবঙ্গ জুড়ে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। কেউ বলছে, ভোটার তালিকার সবথেকে বড় সংশোধন এটিই, আবার কেউ বলছে তথ্য যাচাইয়ের নাম করে বাড়ি বাড়ি দৌড়াচ্ছে বিএলও-রা। তবে এর মাঝেই আসলো বড়সড় আপডেট। নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে ডিজিটাইজেশন।
এসআইআর কী এবং এর গুরুত্ব
জেনে রাখা ভালো, এসআইআর আসলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, যেখানে বুথ লেভেল অফিসাররা ভোটারদের ফর্ম সংগ্রহ করে তা ডিজিটাল ডাটাবেসে আপলোড করছে। কাগজের ফর্ম থেকে ডিজিটাল তালিকায় স্থানান্তরের এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে ডিজিটাইজেশন। আর যত বেশি দ্রুত এই কাজ শেষ হবে, তত তাড়াতাড়ি খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে।
নভেম্বরেই শেষ হবে ডিজিটাইজেশন
বাংলার মুখ্য নির্বাচনী দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে, এখনও পর্যন্ত ৫০ লক্ষেরও বেশি ফর্ম ডিজিটাইজেশন হয়েছে। আর বাংলায় ডিজিটাইজেশনের কাজ চলছে জোরকদমে। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, রবিবার থেকে কাজের গতি আরও বাড়ানো হবে। এমনকি নভেম্বরের শেষের মধ্যেই সমস্ত ফর্ম ডিজিটাল সিস্টেমে তুলে ফেলা হবে।
এদিকে শনিবার সন্ধ্যাবেলা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল জরুরী বৈঠকের ডাক দিয়েছিলেন। আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত জেলার জেলাশাসক, জেলা নির্বাচনী আধিকারিক। এমনকি দিল্লি নির্বাচন কমিশনের শীর্ষ আমলারাও ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সেই বৈঠকে। সেখানেই সময়সীমা বেধে দেওয়া হয় এবং জানিয়ে দেওয়া হয়, এই কাজ আর দেরি করলে চলবে না।
১৮ নভেম্বরে বাংলায় আসছে বড় টিম
এদিকে বাংলায় এসআইআর প্রক্রিয়াকে ঘিরে কমিশনের নজর এখন শেষের দিকে। ৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের দল আগামী ১৮ নভেম্বর কলকাতায় পৌঁছবে। আর সেই দলটিতে থাকবে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রধান সচিব এস বি জোশী, প্রধান সচিব মলয় মল্লিক এবং উপসচিব অভিনব আগারওয়াল।
জানা যাচ্ছে, এই দল ২১ নভেম্বর পর্যন্ত রাজ্য থেকে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ এই ৫ জেলায় এসআইআর-এর অগ্রগতি খতিয়ে দেখবে। আর এটি তাদের দ্বিতীয় সফর, যার থেকে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, কমিশন বাংলার এসআইআর-কে গুরুত্ব দিয়েই দেখছে।
আরও পড়ুনঃ SIR-র ফর্মের সাথে BLO-কে আর কী কী কাগজ দেবেন? দেখুন কমিশনের নির্দেশিকা
এসআইআর প্রক্রিয়া কবে শেষ হবে?
বলাবাহুল্য, বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল গত ৪ নভেম্বর। মুখ্য নির্বাচন দপ্তরের অনুমান, গোটা প্রক্রিয়া শেষ হবে আগামী বছরের মার্চ মাসের মধ্যেই। উল্লেখ্য, শেষবার বাংলায় এসআইআর হয়েছিল ২০০২ সালে। আর তারপর ২২ বছর পর ফের এত বড় সংশোধন।














