SIR ফর্ম পুরনের ১৩ দফা নিয়ম চালু কমিশনের, নোটিশ ডাউনলোড করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

SIR Form Fill Up: SIR ফর্ম পূরণ করার সময় আপনাদের নানান জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে ,নানান প্রশ্ন আপনাদের মধ্যে আসছে।

অবশেষে মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তর ১৭ই নভেম্বর ২০২৫ একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে এবং আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে তার সমাধানের চেষ্টা করেছে।

সেখানে মোট ১৬ টি নির্দেশিকার কথা বলা রয়েছে । আমরা নির্বাচন কমিশনের তরফ থেকে যে ১৩ দফা নির্দেশ প্রকাশ করা হয়েছে সেই বিষয়টাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব।

নির্বাচনী তালিকায় 28/10/2025 তারিখে যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে, তাঁদের প্রায় সকলের কাছেই গণনা ফর্ম (Enumeration Form) বিতরণ করা হয়েছে। সকল যোগ্য ভোটারদের নিম্নলিখিত বিষয়ে অবহিত করা যাচ্ছেঃ

১) ইউনিক (অনন্য) কিউআর কোডযুক্ত গণনা ফর্মটি আবেদনকারী স্বহস্তে পূর্ণ স্বাক্ষর বা আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে।

২) কোনো ভুল এন্ট্রি হলে সেটি একটিমাত্র দাগ কেটে সংশোধন করতে হবে এবং একই সারির ফাঁকা জায়গায় সঠিক তথ্য লিখতে হবে।

৩) অভিবাসী শ্রমিক বা অন্যদের মধ্যে কেউ যদি নিজে স্বাক্ষর করতে না পারেন, তবে একই পরিবারের এমন কোনো ভোটার যাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে, তিনি তাঁর পক্ষে স্বাক্ষর করতে পারবেন। এই ক্ষেত্রে স্বাক্ষরকারীর পূর্ণ নাম এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্কটি স্পষ্টভাবে লিখতে হবে।

৪) গণনা ফর্মের দুটি কপি পূরণ করতে হবে।

পূর্ণভাবে পূরণ করা ও স্বাক্ষরিত একটি কপি সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিক (BLO) গ্রহণ করবেন।

অপর কপিটি বুথ লেভেল আধিকারিক (BLO) দ্বারা গৃহীত হয়ে আবেদনকারীর বা তাঁর পরিবারের কাছে সংরক্ষিত থাকবে।

বুথ লেভেল আধিকারিক (BLO) গৃহীত পরিদর্শনের সময় BLO অ্যাপে ভোটারের ছবি তুলবেন।

আরও পড়ুন:- SIR ফর্ম পূরন নির্বাচন কমিশন করে দেখালো, সঠিক পদ্ধতি দেখুন | SIR Form Fill Up

৫) গণনা ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক। ফর্মে নির্ধারিত ফাঁকা স্থানে মানানসই যে কোনো বর্তমান ছবি লাগানো যেতে পারে।

৬) আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে স্বাক্ষর করছেন, তাঁদের দ্বারা ফর্মে সঠিক তথ্য প্রদান করতে হবে।

৭) মৃত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার, বা যাঁর নাম অন্য কোনো স্থানে পুনরায় অন্তর্ভুক্ত (অর্থাৎ ডুপ্লিকেট ভোটার) হয়েছে এ সংক্রান্ত সঠিক তথ্য BLOকে জানাতে হবে।

৮) বিএলএ (BLA) যাঁরা দিনে সর্বাধিক ৫০টি গণনা ফর্ম আবেদনকারীর পক্ষে BLO-এর কাছে জমা দেবে, তাঁদের সাদা কাগজে একটি ঘোষণাপত্র দিতে হবে যে, ফর্মে প্রদত্ত তথ্য সত্য এবং ভোটার তাঁদের উপস্থিতিতে স্বাক্ষর করেছেন। সেই ঘোষণায় বিএলএ দের ফোন নম্বর, ঠিকানা, পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে।

৯) যদি কেউ মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লিখিত ভোটার সম্পর্কিত কোনো ভ্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে দেয়, তাহলে গণনা ফর্মের অপব্যবহারজনিত এই অনিয়ম [জন প্রতিনিধিত্ব আইন, ১৯৫০ এর ৩১ ধারা] অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডনীয় হবে।

১০) বুথ লেভেল আধিকারিক (BLO) আবেদনকারী বা তাঁর পরিবারের সদস্য কর্তৃক জমা দেওয়া ফর্মের তথ্য যাচাই করে স্বাক্ষর করবেন। BLO কর্তৃক ভুল যাচাই [জন প্রতিনিধিত্ব আইন, ১৯৫০ এর ৩১ ধারা] অনুযায়ী শাস্তিযোগ্য হবে।

১১) জানানো যাচ্ছে যে গণনা ফর্মগুলি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। ফর্মের সব তথ্য, নথি, স্বাক্ষর, নাম ও অন্যান্য বিবরণ ডিজিটাল রূপে সংরক্ষিত থাকায় যে কোনো অসত্য তথ্য, ঘোষণা বা যাচাই প্রদানকারীর পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে।

১২) ২৮/১০/২০২৫ তারিখে ভোটার তালিকায় যাঁদের নাম অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু এখনও গণনা ফর্ম পাননি, তাঁরা

যোগাযোগ করতে পারেনঃ

  • টোল-ফ্রি নম্বর: 1950

ফোন: 033-2231-0850 (অফিসের সময় 10:30 AM থেকে 5:30 PM পর্যন্ত)

হোয়াটসঅ্যাপ: 9830078250

  • ইমেল: ceo-election-wb@nic.in

যোগাযোগের সময় নিজের নাম, বিধানসভা কেন্দ্র (Assembly Constituency) নাম, পার্ট নাম্বার এবং

সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে।

১৩) গণনা ফর্ম পূরণে সহায়তার জন্য ভোটাররা নিম্নলিখিত মাধ্যমে যোগাযোগ করতে পারেনঃ

a. টোল-ফ্রি নম্বর: 1950

b. ফোন: 033-2231-0850

এছাড়াও বিএলও (BLO), সুপারভাইজার, এইআরও (AERO), ইআরও (ERO) এবং ডিইও (DEO)-দের কাছ থেকেও সাহায্য নেওয়া যেতে পারে।

    sir form fill up noticesir form fill up notice
    sir form fill up notice
    sir form fill up noticesir form fill up notice
    sir form fill up notice

    আরও পড়ুন:- ভাতার টাকা বাড়ছে ১০০০ বদলে ১৫০০ টাকা হচ্ছে | Old Age Pension West Bengal

    আরও পড়ুন:- SIR Documents List West Bengal | SIR Form West Bengal

    সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন