SIR-র ফর্মের সাথে BLO-কে আর কী কী কাগজ দেবেন? দেখুন কমিশনের নির্দেশিকা – Kajer Subidha

By Bangla News Dunia Dinesh

Published on:

রাজ্যে এখন জোরকদমে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। বিএলওরা ইতিমধ্যে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দিচ্ছেন আর অনেকে ফর্ম ফিলাপ করে জমাও দিচ্ছেন। তবে অনেকের মনে প্রশ্ন উঠছে, ফর্ম জমা দেওয়ার সময় কোন কোন ডকুমেন্ট দিতে হবে? আদৌ কোনও ডকুমেন্ট লাগবে?

SIR ফর্ম জমা দিতে কোন কোন ডকুমেন্ট লাগবে?

কমিশনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শুধুমাত্র একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি দিলেই হবে। এর বাইরে আর কোনওরকম ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই। আধার কার্ড, রেশন কার্ড বা অন্যান্য যেকোনও পরিচয় পত্রের মধ্যে কোনওটিই জমা দিতে হবে না ফর্মের সঙ্গে।

কমিশন বলেছে, ফর্ম জমা দেওয়ার সময় কোনওরকম ডকুমেন্ট লাগবে না। শুধুমাত্র সঠিকভাবে ফর্মটি পূরণ করলেই হবে। আর খসড়া ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে শুধুমাত্র এনুমারেশন ফর্মটি লাগবে।

তাহলে অন্যান্য ১১টি নথির কথা কেন বলা হল?

আসলে এই নিয়েই বিভ্রান্তি এখন সবথেকে বেশি। ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ফর্ম জমা দেওয়ার সময় আধার কিংবা অন্য কোনও পরিচয়পত্র লাগবে না। এগুলি প্রয়োজন হবে শুধুমাত্র তখন, যদি ভবিষ্যতে আপনাকে হিয়ারিং এর জন্য ডাকা হয়।

অর্থাৎ, আপনার ফর্ম খতিয়ে দেখার পর যদি কোনওরকম তথ্য যাচাই করার প্রয়োজন পড়ে, তাহলেই আপনাকে প্রয়োজনীয় বৈধ পরিচয়পত্র দেখাতে বলতে পারে। তার আগে আপনার কোনও ডকুমেন্ট লাগবে না।

কমিশন ফর্মের সঙ্গে কেন নথি নিচ্ছে না?

আসলে এসআইআর পর্যায়ে আপনি যে ফর্ম জমা দেবেন, সেটি একটি খসড়া ভোটার তালিকা হিসেবে তৈরি হবে। আর খসড়া তালিকায় আপনার নাম জায়গা পাবে কিনা, তা নির্ভর করবে আপনার দেওয়া তথ্যের উপরেই। বিশেষ করে ২০০২ সালের ভোটার তালিকায় যদি কারোর নাম না থাকে, তাহলে কমিশন ডেকে পাঠাতে পারে।

আরও পড়ুনঃ SIR-র ফর্ম এই ভুলগুলির কারনে বাতিল হবে! আগেভাগেই জানুন, নাহলে সমস্যায় পড়বেন

আর আপনার নাম যদি খসড়া তালিকায় না ওঠে অথবা কোনওরকম তথ্য অস্পষ্ট মনে হয়, সেক্ষেত্রে কমিশন আপনাকে হিয়ারিংয়ে ডাকবে। সেখানে আপনাকে আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, রেশন কার্ড, প্যান কার্ড অথবা যেকোনও একটি বৈধ পরিচয়পত্র নিয়ে যেতে হবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন