বর্তমানে রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। ইতিমধ্যেই বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা এবং তা সংগ্রহ করাও শুরু করেছেন। তবে অনেকের মনে শুরু হয়েছে বিভ্রান্তি। কীভাবে ফর্মটি সঠিকভাবে পূরণ করবেন, আর কোন ভুল করলে ফর্মটি বাতিল হয়ে যেতে পারে তা নিয়ে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।
SIR ফর্ম ফিলাপের আগেই বড়সড় সতর্কবার্তা
বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়েছেন, একটি মাত্র ভুলেই গোটা ফর্ম বাতিল হয়ে যেতে পারে। তাই শুরুতেই সাবধানে থাকা জরুরী। ফর্মটি হাতে পাওয়ার পর তাই প্রথমে এক কপি জেরক্স করে নিন। আর জেরক্স কপিতে পেন্সিল দিয়ে সমস্ত তথ্য লিখে আগে প্র্যাকটিস করুন। যখন নিশ্চিত হবেন যে, সবকিছু ঠিক রয়েছে, তখনই অরিজিনাল ফর্মটি পেন দিয়ে ফিলাপ করার চেষ্টা করুন। এতে ভুল এড়ানো যাবে।
প্রথম ধাপে কী করবেন?
ফর্মের প্রথম অংশ কিছুটা তথ্য দেওয়া থাকবে। যেমন আপনার নাম, ঠিকানা, বয়স, এপিক নম্বর এবং ছবি। এই অংশে আপনাকে কিছুই করতে হবে না। শুধুমাত্র নামের বানান ঠিক আছে কিনা দেখুন আর এপিক নম্বর মিলিয়ে দেখুন, আধার কার্ডের সঙ্গে তুলনা করুন।
দ্বিতীয় ধাপে কী করবেন?
দ্বিতীয় ধাপে আপনাকে একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। যদি ছবি না দেন, তাহলে আগের পুরনো ছবিটি ভোটার কার্ডে মুদ্রিত হবে। আর আগের ভোটার কার্ডে জন্ম তারিখ থাকলে সেটাকেই লিখতে হবে। না থাকলে আধার ও প্যান কার্ডের জন্ম তারিখ লিখতে হবে। তবে আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়। কিন্তু দিলে পরিচয় যাচাই করতে সুবিধা হবে। আর বর্তমান মোবাইল নম্বর অবশ্যই লিখতে হবে।
তৃতীয় ধাপে কী করবেন?
এরপর আপনাকে বাবা-মায়ের নামের জায়গায় তাদের নাম বসাতে হবে। অনেকেই এখানে ভুল করে ফেলেন। তবে মনে রাখবেন, অভিভাবক শব্দটি শুধুমাত্র অনাথ শিশুদের জন্যই প্রযোজ্য। সকলের ক্ষেত্রে বাবার নাম লেখা বাধ্যতামূলক। আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাবার নামই লিখতে হবে। যদি বাবা কিংবা মায়ের এপিক নম্বর থাকে, সেটিও উল্লেখ করতে হবে।
আরও পড়ুনঃ BLO আপনার SIR ফর্ম জমা করেছে কিনা চেক করুন, অনলাইনে এইভাবে দেখুন
চতুর্থ ধাপে কী করবেন?
এরপর আপনাকে জানতে হবে যে, ২০০২ সালের ভোটার তালিকায় আপনার নাম ছিল কিনা। যাদের নাম ছিল না, তাদের ক্ষেত্রে অবশ্যই বাবা-মায়ের তথ্য বিস্তারিতভাবে ডানদিকের বক্সে দিতে হবে। আর যাদের নাম ছিল, তাদের তথ্য বাঁদিকের বক্সে দিতে হবে। আর এই তথ্যগুলি নির্বাচন কমিশনের ডেটাবেস যাচাইয়ের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ।














