SIR শুনানিতে যেতে হবে না! ঘরে বসে মোবাইল দিয়েই নথি জমা করতে পারবেন! জানাল কমিশন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

পড়াশোনা, চাকরি, চিকিৎসা কিংবা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের সূত্রে যেসব ভোটার বাড়ির বাইরে বা বিদেশে রয়েছেন, তাঁদের আর SIR শুনানিতে সশরীরে হাজিরা দিতে হবে না।  নয়া নিয়ম চালু করল নির্বাচন কমিশন। ইতিমধ্যে যেসব ভোটার SIR শুনানির নোটিশ পেয়ে গেছেন, তাদের আর যেতে হবে না শুনানি কেন্দ্র ঘরে বসেই মোবাইল ফোন দিয়ে জমা দিতে পারবেন প্রয়োজনীয় নথি‌।

যদিও এর আগে নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, SIR শুনানির ক্ষেত্রে পরিবারের কোনও এক সদস্য উপস্থিত থাকলেই শুনানি সম্পন্ন হয়ে যাবে।  তবে নতুন নির্দেশিকায় সেই নিয়মেও ছাড় দেওয়া হয়েছে। ফলে এবার আর শুনানি কেন্দ্রে গিয়ে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই।

কিভাবে বাড়িতে বসে SIR জমা দিবেন দেখে নিন

১. এস‌আইআর‌ শুনানির নথি জমা দিতে হলে প্রথমে আপনাকে মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে নির্বাচন কমিশনের voters.eci.gov.in ওয়েবসাইট যেতে হবে।

২. এরপর হোম পেজে থাকা Sign Up এ ক্লিক করুন।  পরবর্তী পেজে মোবাইল নম্বর, জিমেইল আইডি ও ক্যাপচার কোড উল্লেখ করে Continue এ ক্লিক করুন।
৩. পরবর্তী পেজে মোবাইলে OTP আসবে, তা বসিয়ে ভেরিফাই করুন।  রেজিষ্ট্রেশন হয়ে গেলে লগইন এ ক্লিক করে রেজিস্ট্রার মোবাইল নম্বর উল্লেখ করে OTP ভেরিফাই করে লগইন করুন।
৪. এরপর ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে থাকা Submit Document Against Notice issued এই লেখায় ক্লিক করুন।

৫. পরবর্তী পেজে যে ভোটারের তথ্য অর্থাৎ SIR হেয়ারিং নোটিশ জারি হয়েছে কিনা দেখা যাবে, উক্ত ভোটার কার্ড নম্বর উল্লেখ করে Send OTP তে ক্লিক করুন।
৬. পরবর্তী ধাপে ভোটার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিংক আছে, সেই নম্বরে OTP আসবে তা উল্লেখ করে সার্চে ক্লিক করুন।  জারি হ‌ওয়া নোটিশ দেখতে পারবেন।

৭. এরপর নিচে ডকুমেন্টস আপলোড করে দিন, যে ডকুমেন্টস চাওয়া হয়েছে।  এরপর আধার ভেরিফাই করে সাবমিট করলেই হয়ে যাবে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের উল্লেখ করা ১৩ টি নথির বাইরে অন্য কোনও নথি আপলোড করা যাবে না।  এই সুবিধা তারাই‌ পাবেন যাদের ভোটার নম্বরে সঙ্গে মোবাইল নম্বর যুক্ত রয়েছে ।

১৩টি নথিকে বৈধ হিসেবে ধরা হবে বলে বিজ্ঞপ্তিও জারি করেছিল।  সেগুলি হল – 

১) কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র ও পেনশন পেমেন্ট অর্ডার
২) ১ জুলাই, ১৯৮৭-র আগের নথি
৩) জন্ম শংসাপত্র
৪) পাসপোর্ট
৫) শিক্ষাগত শংসাপত্র
৬) ডোমিসাইল শংসাপত্র
৭) বনাধিকার শংসাপত্র
৮) জাতিগত শংসাপত্র 
৯) জাতীয় নাগরিক পঞ্জিতে (NRC) নাম
১০) Family Register
১১) সরকারের দেওয়া জমির নথি
১২) আধার কার্ড
১৩) বিহারের এসআইআর সংক্রান্ত নথি

👇🏻 কিভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করবেন দেখে নিন 👇🏻

উল্লেখ্য, ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার সময়সীমা আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে কমিশন।  কমিশন সূত্রে জানা গেছে, SIR শুনানি ও যাচাইকরণ চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।  এছাড়াও চূড়ান্ত বা ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করবে ১৪ ফেব্রুয়ারি।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন