SIR Enumeration Form: কোথায় পাবেন SIR-এর ফর্ম? কীভাবে ফিলাপ করবেন ও জমা দেবেন জানুন – Kajer Subidha

By Bangla News Dunia Dinesh

Published on:

রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR)। আর এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হল ভোটার তালিকাকে আরও নিখুঁত এবং হালনাগাদ করে তোলা। পাশাপাশি ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া। দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও তাল মিলিয়ে শুরু হয়েছে এই কাজ। আর এর অংশ হিসেবে BLO-রা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে তুলে দিচ্ছেন এনুমারেশন ফর্ম (SIR Enumeration form)। কিন্তু অনেকেই জানে না যে, এই ফর্ম কীভাবে পূরণ করতে হবে, আর কবে পর্যন্ত সময় রয়েছে। জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

এনুমারেশন ফর্ম কী এবং কোথায় পাবেন?

জানিয়ে রাখি, প্রত্যেক ভোটারের জন্য নির্বাচন কমিশন আলাদা আলাদা এনুমারেশন ফর্ম ছাপিয়েছে। আর এটি নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলও-রা আপনার বাড়িতে এসেই তা দিয়ে যাবে। ফর্মে আপনার নাম, ঠিকানা, বিধানসভার কেন্দ্র, বুথ নম্বর, পার্ট নম্বর এবং ভোটার আইডি নম্বর উল্লেখ করা থাকবে।

ফর্মের উপরে ডানদিকে একটি নতুন পাসপোর্ট সাইজের ছবি লাগানোর জায়গা থাকবে। সেখানে আপনার নিজের ছবি লাগাতে হবে। এরপর নিজের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, বাবা-মা বা অভিভাবকের নাম এবং তাদের সম্পর্কে তথ্য পূরণ করতে হবে। তাছাড়া আধার কার্ডের নম্বর দেওয়া বাধ্যতামূলক। অবশ্যই ফর্মের নীচে স্বাক্ষর করতে হবে।

কী কী ডকুমেন্ট দিতে হবে?

ফর্মের সঙ্গে নির্বাচন কমিশন নির্ধারিত ১১টি ডকুমেন্টের ভিতর যে কোনও একটিকে জমা দিতে হবে। এর মধ্যে পাসপোর্ট, স্কুলের ভর্তির সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ইত্যাদি রয়েছে। তবে যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে, তাদের আলাদা করে কোনওরকম নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যাদের নাম ছিল না, তাদের অবশ্যই পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র দেখাতে হবে।

আরও পড়ুনঃ ২০০২ সালের না! ২০০৩ সালের তালিকা দিয়ে হচ্ছে SIR, ক্ষোভ উগড়ালেন অভিষেক

ফর্ম জমা দেবেন কীভাবে?

বিএলও-রা শুধুমাত্র ফর্ম বিলি হয়, বরং পরবর্তী সময়ে বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম সংগ্রহ করে আনবে। অর্থাৎ, কোথাও গিয়ে আপনাকে ফর্ম জমা দেওয়ার ঝামেলা পোহাতে হবে না। এই প্রক্রিয়া আগামী ৪ ডিসেম্বর পর্যন্তই চলবে। এরপর নির্বাচন কমিশন ৯ ডিসেম্বর একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। আর যদি দেখেন আপনার নাম সেই তালিকায় নেই, তাহলে ৯ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারির মধ্যে কমিশনে গিয়ে তা জানাতে হবে। প্রসঙ্গত ৩১ ডিসেম্বর পর্যন্ত অভিযোগ শোনা হবে। আর ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

আরও পড়ুনঃ ২০০২ ভোটার তালিকায় নাম না থাকলেও চিন্তা নেই, দেখাতে হবে যেকোনো ১ টি কাগজ

অনলাইনেও রয়েছে ফর্ম ফিলাপের সুবিধা 

তবে যারা চান, তারা অনলাইনের মাধ্যমেও এনুমারেশন ফর্ম ফিলাপ করতে পারবেন। এই মুহূর্তে রাজ্যে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইন প্রক্রিয়াটি সামগ্রিকভাবে বন্ধ। তবে খুব শীঘ্রই তা চালু হবে বলে খবর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে জানানো হয়েছে, এক-দুদিনের মধ্যেই তা চালু হয়ে যাবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন