SIR Online Apply West Bengal 2026: ভোটার SIR অনলাইন আবেদন পদ্ধতি দেখুন – Step By Step

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

West Bengal Voter SIR Online Apply: শুরু হয়েছে Voter SIR 2026 – এনুমেরেশন ফর্ম অনলাইন আবেদন। পশ্চিমবঙ্গে ভোটার এনুমেরেশনের অনলাইন এবং অফলাইন আবেদন চলবে ৪ঠা ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। ২০২৬ সালের ফাইনাল ভোটার লিস্টে নাম তোলার জন্য অবশ্যই প্রত্যেক ভোটারকে Voter SIR ফর্ম পূরণ করে BLO এর কাছে জমা করতে হবে। তা হতে পারে অফলাইন ফর্ম কিংবা অনলাইন আবেদন।

ভোটার এসআইআর ফর্ম পূরণ করার পর BLO এর কাছে শুধুমাত্র ভোটার গণনা ফর্মটি জমা করতে হবে একটি পাসপোর্ট সাইজের কালার ফটো সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত। এছাড়া আর কোনো নথি এই মুহূর্তে বিএলও এর কাছে জমা করা প্রয়োজন নেই। যে সকল ভোটারের নাম কিংবা ভোটারের বাবা, মা, ঠাকুরদা এবং ঠাকুমা – এর নাম ২০০২ সালের ভোটার লিস্টে রয়েছে, তাদের অতিরিক্ত কোনো নথি লাগবে না।

আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে অনলাইনে মোবাইল ফোন দিয়ে Voter SIR ফর্ম পূরণ করবেন। ২০০২ সালের ভোটার লিস্টে নিজের নাম কিংবা বাবা, মা অথবা ঠাকুমা ও ঠাকুরদার নাম থাকলে কিংবা না থাকলে প্রত্যেককে ভোটার এনুমেরেশন ফর্ম পূরণ করতে হবে। তাহলে দেখে নিন সম্পূর্ণ অনলাইন পদ্ধতি ভোটার এসআইআর এর –

১) প্রথমে আপনাকে Voter Service Portal এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর Sign Up এ ক্লিক করে মোবাইল নাম্বার,জিমেইল আইডি, নাম বসিয়ে দিয়ে রেজিষ্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন হয়ে গেলে Log In এ ক্লিক করে, মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।

৩) Voter Service Poratl এর হোম পেজে থাকা Special Intensive Revision (SIR) – 2026 এই লেখার নিচে থাকা Fill Enumeration Form এ ক্লিক করুন।

৪) এরপর পরবর্তী পেজে West Bengal সিলেক্ট করুন ও নিচে ভোটারের ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৫) এরপর আগে থেকেই ভোটারের তথ্য Prefilled থাকবে, ২০২৫ সালের ভোটার লিস্ট অনুযায়ী। এরপর নিচে মোবাইল নাম্বার উল্লেখ করে Send OTP তে ক্লিক করুন। এরপর OTP ভেরিফাই করুন।

৬) এরপর নিচে ৩ টি অপশন থাকবে – ক) ২০০২ সালের ভোটার লিস্টে নিজের নাম থাকলে প্রথম বক্সে টিক মার্ক করে নিচে ২০০২ সালের ভোটার লিস্টের তথ্য উল্লেখ করুন।

খ) ২০০২ সালের ভোটার লিস্টে নিজের নাম নেই কিন্তু বাবা,মা,ঠাকুমা কিংবা ঠাকুরদাদার নাম রয়েছে – তাহলে দ্বিতীয় বক্সে টিক করে নিচে ২০০২ সালের ভোটার লিস্টের তথ্য উল্লেখ করুন।

গ) আর আবেদনকারী ভোটার কিংবা পিতা, মাতা, ঠাকুরদা কিংবা ঠাকুমা কারো নাম ২০০২ সালের ভোটার লিস্টে না থাকলে তৃতীয় বক্সে টিক মার্ক করবে।

৭) পরবর্তী পেজে আবেদনকারী ভোটারের জন্ম তারিখ, আধার কার্ড নাম্বার, বাবা, মায়ের নাম, ভোটার কার্ড নাম্বার যদি থাকে, বিবাহিতদের স্বামী স্ত্রী নাম ও ভোটার কার্ড নাম্বার যদি থাকে – তা উল্লেখ করে নিচে পাসপোর্ট সাইজের কালার ফটো আপলোড করুন ব্যাকগ্রাউন্ড সাদা। এরপর ফাইনাল সাবমিট করার পূর্ব Preview করে দেখুন ঠিকঠাক থাকলে, Final Submit করুন।

West Bengal Voter SIR Online Apply Link:- Click Now

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন