SIR West Bengal: ধর্মীয় পরিচয়েই নাগরিকত্ব নয়, প্রয়োজন প্রমাণের যাচাই! SIR মামলায় সুপ্রিম কোর্টের বড় বার্তা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

SIR West Bengal: পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নাগরিকত্ব প্রদান সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্ট বড়সড় পর্যবেক্ষণ জানিয়েছে। শুধু ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেওয়া বা বিচার করা সম্ভব নয়, বরং প্রতিটি ক্ষেত্রে উপযুক্ত প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বাংলাদেশ থেকে আগত অমুসলিম নাগরিকদের সুরক্ষা এবং নাগরিকত্বের দাবিতে দায়ের করা একটি মামলার শুনানিতে এই মন্তব্য করেন বিচারপতি সূর্য কান্ত।

এই মামলাটি মূলত দায়ের করেছিলেন ২০১৪ সালের আগে বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন। তাঁদের দাবি ছিল, সিএএ (CAA) বা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় তাঁদের সুরক্ষা প্রদান করা হোক। মামলাকারীদের পক্ষের আইনজীবী করুণা নন্দী আদালতে সওয়াল করেন যে, বসুদেব মামলার রায়ে যেমন সিএএ-র অধীনে সুরক্ষা দেওয়া হয়েছিল, ঠিক তেমনই সুবিধা যেন এই মামলাকারীরাও পান এবং অন্তর্বর্তীকালীনভাবে তাঁদের এসআইআর তালিকার অন্তর্ভুক্ত করা হয়।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

শুনানি চলাকালীন বিচারপতি সূর্য কান্ত স্পষ্টভাবে জানিয়ে দেন যে, জৈন, বৌদ্ধ বা খ্রিস্টান—শুধুমাত্র এই ধর্মীয় পরিচয়ের ওপর ভিত্তি করে আলাদাভাবে কোনও সিদ্ধান্ত আদালত নিতে পারে না। নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদনকারীদের কাছে যথাযোগ্য আইনি প্রমাণ আছে কি না, তা প্রতিটি অনুষঙ্গ বা কেস অনুযায়ী আলাদাভাবে যাচাই করেই তবে সিদ্ধান্ত নেওয়া হবে।

আদালত আরও জানিয়েছে যে, এই মামলাটির জন্য আলাদা করে কোনও শুনানির ব্যবস্থা করা হবে না। বরং মূল মামলার সঙ্গেই একে জুড়ে দেওয়া হয়েছে। আগামী ৯ ডিসেম্বর অন্যান্য মামলার সঙ্গেই এই মামলাটি তালিকাভুক্ত করা হবে এবং সেই দিনই পরবর্তী শুনানি হবে। এই মর্মে আদালতের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিসও পাঠানো হয়েছে।

এসআইআর-এর সময়সীমায় পরিবর্তন

এদিকে, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের এসআইআর বা বিশেষ ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ার সময়সীমায় কিছু রদবদল এনেছে। সাধারণ মানুষের সুবিধার্থে ফর্ম জমা নেওয়া এবং ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তিত সময়সূচী নিচে দেওয়া হলো:

বিষয় আগের তারিখ নতুন তারিখ
ফর্ম জমা দেওয়ার শেষ দিন ৪ ডিসেম্বর ১১ ডিসেম্বর
খসড়া ভোটার তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর ১৬ ডিসেম্বর
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৭ ফেব্রুয়ারি ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বহু মানুষ যাঁরা এখনও এসআইআর প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি, তাঁরা বাড়তি সময় পাবেন। তবে সুপ্রিম কোর্টের বর্তমান পর্যবেক্ষণ নাগরিকত্ব ইস্যুতে আইনি লড়াইয়ের মোড় কোন দিকে ঘোরায়, সেটাই এখন দেখার বিষয়।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন