SIR প্রক্রিয়ায় রাজস্থানে মুসলিম ভোটার বাদ দেওয়ার অভিযোগে বিপাকে বিজেপি, কালেক্টর অফিসে আত্মহত্যার হুমকি BLO-র

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

রাজস্থানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ।  শাসক দল বিজেপির বিরুদ্ধে বেছে বেছে মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য বুথ লেভেল অফিসারের (BLO) উপর লাগাতার চাপ দেওয়ার অভিযোগ সামনে এসেছে।  এই অভিযোগ ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ইতিমধ্যেই ব্যাপক আলোড়ন ফেলেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে রাজস্থানের এক সরকারি বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক কীর্তি কুমার বর্তমানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এর এক বুথ লেভেল অফিসারের দায়িত্ব পালন করছেন, তাকে এস‌আইআর‌ এর প্রকাশিত খসড়া তালিকা সংশোধনের দায়িত্বে রয়েছেন।  তাঁকে বলা হচ্ছে মুসলিম ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বিজেপির তরফে তাঁর উপর লাগাতার চাপ সৃষ্টি করা হচ্ছে।  ওই ভিডিওতে এ‌’ও শোনা যাচ্ছে ওই বুথ লেভেল অফিসার তিনি জেলা কালেক্টরের অফিসে গিয়ে আত্মহত্যা করবেন।  যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল‌ হ‌ওয়া এই ভিডিওর সত্যতা যাচাই এমডি ৩৬০ নিউজ করেনি।

উল্লেখ্য, মূলত রাজস্থানের এই হাওয়া বিধানসভাটী একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা এবং স্থানীয়ভাবে ‘মহারাজ’ নামে পরিচিত বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য ২০২৩ সালের বিধানসভা ভোটে ৯৭৪ ভোটে জয়ী হয়েছিল।

নির্বাচন কমিশন (EC) তথ্য অনুসারে, একজন বুথ লেভেল অফিসার (BLO) একদিনে ১০টির বেশি আপত্তি দাখিল করতে পারবেন না।  তবে, এখানে বিজেপি এজেন্টরা মাত্র দুদিনে ৪০০ বেশি আপত্তি দাখিল করেছেন।  বিএলওরা বলেছেন যে মাত্র দুই দিনে এত বিপুল সংখ্যক আবেদন যাচাই এবং ডিজিটালাইজ করা অসম্ভব।

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন