SLST পরীক্ষার উত্তরপত্র প্রকাশিত, কীভাবে দেখবেন ও চ্যালেঞ্জ করবেন ? জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্কুল সার্ভিস কমিশন (SSC) নবম ও দশম শ্রেণীর SLST পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এখন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের উত্তর মিলিয়ে নিতে পারেন। শুধু তাই নয়, কোনো উত্তরে সন্দেহ থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে চ্যালেঞ্জ জানানোর সুযোগও রয়েছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন করবেন, তা নিয়েই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন।

কীভাবে উত্তরপত্র মেলাবেন ?

কমিশন দুটি ভাগে উত্তরপত্র প্রকাশ করেছে – “মাস্টার কি” (Master Key) এবং “জাম্বলড কি” (Jumbled Key)। নিজের প্রশ্নপত্রের সিরিজের সাথে সঠিক উত্তর মেলানোর জন্য আপনাকে এই দুটি ‘কি’ ব্যবহার করতে হবে।

  • ধাপ ১: প্রথমে কমিশনের ওয়েবসাইট থেকে আপনার বিষয়ের মাস্টার কি এবং জাম্বলড কি ডাউনলোড করুন।
  • ধাপ ২: আপনার প্রশ্নপত্রের সিরিজ (যেমন – A, B, C, D) অনুযায়ী জাম্বলড কি-তে থাকা প্রশ্নের নম্বরের সাথে মাস্টার কি-এর প্রশ্ন নম্বরকে মেলাতে হবে।
  • উদাহরণ: ধরা যাক, আপনার ইংরেজি প্রশ্নপত্রের সিরিজ ‘A’ এবং আপনি ১৩ নম্বর প্রশ্নের উত্তর জানতে চান। জাম্বলড কি অনুযায়ী, আপনার ১৩ নম্বর প্রশ্নটি আসলে মাস্টার কি-এর ১ নম্বর প্রশ্ন। এবার আপনাকে মাস্টার কি-তে থাকা ১ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখতে হবে।
  • বিশেষ দ্রষ্টব্য: বাংলা, ইংরেজি এবং হিন্দি বিষয়ের জন্য জাম্বলড কি একই। তবে নেপালি, গণিত, জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং শারীরশিক্ষার মতো বিষয়গুলির জন্য আলাদা আলাদা জাম্বলড কি দেওয়া হয়েছে।
Slst Answer Key 2025 Checking
Slst Answer Key 2025 Checking

উত্তরপত্র চ্যালেঞ্জ করবেন কীভাবে?

যদি আপনার মনে হয় কমিশনের দেওয়া কোনো উত্তর ভুল, তবে আপনি নির্দিষ্ট প্রমাণ সহ সেই উত্তরকে চ্যালেঞ্জ করতে পারেন।

  • সময়সীমা: পরীক্ষার্থীরা ২০শে সেপ্টেম্বর, ২০২৫ থেকে ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন।
  • ফি: প্রতিটি প্রশ্ন চ্যালেঞ্জ করার জন্য ১০০ টাকা ফি জমা দিতে হবে।
  • প্রয়োজনীয় নথি: প্রতিটি চ্যালেঞ্জের স্বপক্ষে আপনাকে অন্তত দুটি নির্ভরযোগ্য একাডেমিক রেফারেন্স বা প্রামাণ্য বইয়ের তথ্য সংযুক্ত করতে হবে।
  • আবেদন প্রক্রিয়া: পরীক্ষার্থীদের নিজেদের অ্যাপ্লিকেশন পোর্টালে লগইন করে চ্যালেঞ্জ জানাতে হবে। এর জন্য একটি নির্দিষ্ট উইন্ডো ২০শে সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে।
  • ফি ফেরত: যদি আপনার চ্যালেঞ্জ করা উত্তর এবং প্রদান করা নথি বিশেষজ্ঞ কমিটি দ্বারা গৃহীত হয়, তবে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য জমা দেওয়া ১০০ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।

পরীক্ষার্থীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সঠিক পদ্ধতি মেনে উত্তরপত্র মিলিয়ে নিন এবং প্রয়োজনে নির্দিষ্ট সময়ের মধ্যেই চ্যালেঞ্জ জানান। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন