SLST Experience Case: অভিজ্ঞতার ১০ নম্বর কবে যোগ? আদালতে আইনজীবীর পরস্পরবিরোধী উত্তরে বিভ্রান্তি, আসল সত্যিটা কী?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

SLST Experience Case: এসএসসি-র এসএলএসটি (SLST) নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার জন্য বরাদ্দ ১০ নম্বর কখন যোগ করা হবে, তা নিয়ে তৈরি হয়েছে বড়সড় বিভ্রান্তি। এই নম্বর কি ইন্টারভিউয়ের আগে যোগ হবে, নাকি পরে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের মীমাংসার জন্য কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানি হয়েছে, যেখানে এসএসসির আইনজীবীর উত্তরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ২৯শে অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়, যা চাকরিপ্রার্থীদের মনে নতুন করে প্রশ্ন তুলেছে।

শুনানিতে কী ঘটল?

শুনানির শুরুতে, মামলাকারীদের পক্ষ থেকে জানানো হয় যে তারা শুধুমাত্র এই বিষয়ে আদালতের কাছে স্পষ্টতা চান। তাদের মূল প্রশ্ন ছিল, অভিজ্ঞতার জন্য বরাদ্দ ১০ নম্বর ঠিক কখন যোগ করা হবে? আবেদনকারীদের আইনজীবীর দাবি, কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, কোনো আদালতই এখনও পর্যন্ত এই বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারণ করেনি।

এর জবাবে, স্কুল সার্ভিস কমিশনের (SSC) আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে এই বিষয়টি ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট দ্বারা ইতিমধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু মামলাকারীদের আইনজীবী পাল্টা যুক্তি দেন যে তাদের মূল প্রশ্ন নম্বর দেওয়া নিয়ে নয়, বরং নম্বরটি কখন (সময়) দেওয়া হবে তা নিয়ে, যা কোনো আদালতই স্থির করেনি।

মামলাকারীদের আইনজীবী ৩রা নভেম্বরের আগে মামলাটির নিষ্পত্তির জন্য আবেদন করেন, কারণ তাদের মতে ওই দিন নিয়োগ প্রক্রিয়ার ফলাফল প্রকাশিত হতে পারে। যদিও এসএসসির আইনজীবী এই দাবি খণ্ডন করে বলেন যে ৩রা নভেম্বরের পর ভেরিফিকেশন এবং তারপর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।

বিচারপতির সরাসরি প্রশ্ন ও এসএসসির উত্তর

শুনানির এক গুরুত্বপূর্ণ পর্যায়ে বিচারপতি ভট্টাচার্য এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করেন, “আপনারা এক্সপেরিয়েন্সের মার্কস কখন প্রদান করছেন? ইন্টারভিউয়ের আগে না ইন্টারভিউয়ের পরে?”

এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেন যে এই বিষয়ে তার আরও স্পষ্টতার প্রয়োজন। কিন্তু বিচারপতি পুনরায় চাপ দিলে এবং প্রশ্ন করেন, “তাহলে আপনারা অ্যাওয়ার্ডিং অফ মার্কস (মার্কস প্রদান) পাবলিকেশন অফ রেজাল্টের পরে দিচ্ছেন?” এর উত্তরে এসএসসির আইনজীবী স্বীকার করে বলেন, “হ্যাঁ, পাবলিকেশন অফ রেজাল্টের পরে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি।”

আদালতে উপস্থিত অন্য এক আবেদনকারীর আইনজীবী, সুদীপ্ত দাসগুপ্ত, তখন জানান যে ২০২২ সালের নিয়ম অনুযায়ী, এই ১০ নম্বর ইন্টারভিউয়ের পরেই প্রদান করার কথা, ইন্টারভিউ লিস্টের আগে নয়।

তথ্যের বৈসাদৃশ্য এবং বিভ্রান্তি

আদালতে এসএসসির আইনজীবীর এই উত্তর একটি বড় বিতর্ক তৈরি করেছে। কারণ, অতীতে এসএসসির চেয়ারম্যান এক সাংবাদিক বৈঠকে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে নিয়ম অনুসারেই টিচিং এক্সপেরিয়েন্সের নম্বর ইন্টারভিউয়ের আগেই যোগ করা হবে এবং তার ভিত্তিতেই ইন্টারভিউয়ের জন্য তালিকা তৈরি হবে।

  • আদালতে এসএসসির আইনজীবীর বক্তব্য: নম্বর রেজাল্ট প্রকাশের পরে দেওয়া হবে।
  • এসএসসি চেয়ারম্যানের পূর্ববর্তী বক্তব্য: নম্বর ইন্টারভিউয়ের আগেই যোগ করা হবে।

এই দুই পরস্পরবিরোধী তথ্যের কারণে চাকরিপ্রার্থীদের মধ্যে বিভ্রান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। যদিও আদালতে পেশ করা তথ্য অনুযায়ী নম্বর পরে যোগ হওয়ার কথা বলা হয়েছে, তবে এসএসসির চেয়ারম্যানের পূর্ববর্তী ঘোষণার উপর ভিত্তি করে চূড়ান্ত প্যানেল প্রস্তুত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখার বিষয়, কমিশন শেষ পর্যন্ত কোন পথে হাঁটে এবং চাকরিপ্রার্থীদের ভাগ্য কোন দিকে মোড় নেয়।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন