SLST Result Update: SLST রেজাল্টে বড় চমক! ইন্টারভিউ নয়, আগে হবে ভেরিফিকেশন; জানুন সম্পূর্ণ নতুন নিয়োগ প্রক্রিয়া

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

SLST Result Update: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্কুল সার্ভিস কমিশন (SSC) SLST-এর ফলাফল প্রকাশ করতে চলেছে। তবে এবারের নিয়োগ প্রক্রিয়ায় এক বিরাট পরিবর্তন আনা হয়েছে, যা চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। OMR শিটের নম্বরের ভিত্তিতে সরাসরি ইন্টারভিউয়ের জন্য প্যানেল তৈরি হচ্ছে না; তার পরিবর্তে একটি নতুন ভেরিফিকেশন প্রক্রিয়া যুক্ত করা হয়েছে।

ফাইনাল আনসার কী-তে বড়সড় পরিবর্তন

জানা যাচ্ছে, আজ যে ফলাফল প্রকাশিত হবে, তার আগে কমিশন SLST পরীক্ষার ফাইনাল আনসার কী (Final Answer Key) প্রকাশ করবে। এই আনসার কী-এর ভিত্তিতেই OMR শিট মূল্যায়ন করা হয়েছে। পূর্বে যখন প্রভিশোনাল আনসার কী প্রকাশ করা হয়েছিল, তখন বহু পরীক্ষার্থী একাধিক প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সেই বিপুল সংখ্যক চ্যালেঞ্জের কারণেই কমিশনকে বিষয়টি নতুন করে পর্যালোচনা করতে হয়।

সূত্র মারফত জানা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে একটি নতুন বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি প্রশ্নপত্র পুনরায় যাচাই করে এবং বেশ কিছু বিষয়ের ক্ষেত্রে ৫ থেকে ৬টি উত্তরেরও পরিবর্তন করা হয়েছে বলে খবর। এই পরিবর্তিত ফাইনাল আনসার কী-এর উপর ভিত্তি করেই OMR শিটের নম্বর আজ প্রকাশিত হতে চলেছে।

নিয়োগ প্রক্রিয়ার নতুন ধাপ: আগে ভেরিফিকেশন, পরে ইন্টারভিউ

এবারের SLST নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন হল এর নতুন ধাপগুলি। আজ প্রকাশিতব্য ফলাফলটি শুধুমাত্র ৬০ নম্বরের OMR ভিত্তিক পরীক্ষার নম্বর। এই নম্বর পাওয়ার অর্থ এই নয় যে প্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হলেন।

সম্পূর্ণ নতুন প্রক্রিয়াটি নিম্নরূপ:

  • ধাপ ১: নম্বর প্রকাশ
    প্রথমে ফাইনাল আনসার কী এবং তার ভিত্তিতে পরীক্ষার্থীদের ৬০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর প্রকাশ করা হবে।

  • ধাপ ২: ভেরিফিকেশনের জন্য ডাক
    এই নম্বরের ভিত্তিতে সফল প্রার্থীদের “ভেরিফিকেশন প্রসেস” (Verification Process)-এর জন্য ডাকা হবে। এর জন্য প্রার্থীদের আলাদা করে “ইন্টিমেশন লেটার” (Intimation Letter) ডাউনলোড করতে হবে।

  • ধাপ ৩: নথি যাচাই
    এই পর্বে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার শংসাপত্র এবং অন্যান্য জমা দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। মনে করা হচ্ছে, এই ধাপে ভুল তথ্য দেওয়ার কারণে বা যোগ্যতার অভাবে বেশ কিছু প্রার্থী বাদ পড়তে পারেন।

  • ধাপ ৪: ওয়েটিং লিস্ট থেকে সুযোগ
    ভেরিফিকেশনে যারা বাদ পড়বেন, তাদের শূন্যস্থানে কমিশন ওয়েটিং লিস্ট থেকে নতুন প্রার্থীদের আবার ভেরিফিকেশনের জন্য ডাকতে পারে।

ইন্টারভিউ কবে হবে?

সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পরেই কমিশন ইন্টারভিউয়ের জন্য একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। সেই তালিকায় থাকা প্রার্থীরাই পরবর্তী ১০ নম্বরের ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ, চাকরিপ্রার্থীদের প্যানেলভুক্ত হওয়ার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। রাজ্য জুড়ে চলা অন্যান্য নিয়োগ প্রক্রিয়ার মধ্যে SLST-এর এই স্বচ্ছ ও ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়াটি চাকরিপ্রার্থীদের মনে নতুন আশা জাগাচ্ছে। প্রার্থীরা আজ রাতের মধ্যেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পাবেন বলে আশা করা হচ্ছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন