এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। আজ নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় ৩ লাখ ১৯ হাজারের মতো পরীক্ষার্থী বসেছেন। এর মধ্যে বহু পরীক্ষার্থী ভিনরাজ্যের বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশ এবং বিহার থেকে অনেক পরীক্ষার্থী বসেছেন আজকের পরীক্ষায়। উল্লেখ্য, হিন্দি মিডিয়ামে আজকের পরীক্ষার শূন্যপদ ২২৫১। সেই শূন্যপদের জন্যই ভিনরাজ্যের এই প্রার্থীরা পরীক্ষায় বসছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের পরীক্ষায় হিন্দি মিডিয়ামের প্রার্থীদের পরীক্ষায় বসার সুযোগ ছিল না। তবে এবার প্রথমবার হিন্দি মিডিয়ামের প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। এদিকে ভারতীয় নাগরিক হলেই পরীক্ষায় বসা সম্ভব। তাই ভিন রাজ্যের বহু পরীক্ষার্থী বাংলায় এসেছেন পরীক্ষা দিতে।