Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ওপর সাম্প্রতিক মন্তব্য নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠাল ‘আত্মদীপ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আইনজীবীর মাধ্যমে ওই নোটিশ পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী বাড়িতে ও নবান্নে। মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন দিল্লির আইনজীবী সিদ্ধার্থ দত্ত।
নোটিশে দাবি করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্তব্যের মাধ্যমে ইচ্ছাকৃত, পরিকল্পিত ভাবে ভারতের সুপ্রিম কোর্টের রায়ের প্রতি অবমাননা করেছেন। নোটিশে বলা হয়েছে, আইনগতভাবে বাধ্য থাকা সত্ত্বেও আপনি সুপ্রিম কোর্টের রায়ের বাস্তবায়ন করবেন না। যা স্পষ্টতই আপনার পক্ষ থেকে একটি ইচ্ছাকৃত কাজ। মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, তা সরাসরি আদালত অবমাননার শামিল। তিনি তাঁর বক্তব্যে সুপ্রিম কোর্টকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। নোটিশ পাঠানো সংস্থাটি বাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। অন্যথায় তারা আরও আইনি সাহায্য নেবে।
এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘দেখুন, সুপ্রিম কোর্টের মতামত অনুসারে, প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অ-শিক্ষক কর্মী তাঁদের চাকরি হারিয়েছেন। মুখ্যমন্ত্রী সমস্যা সমাধানের চেষ্টা করছেন। কিন্তু আদালত অবমাননার এই নোটিশ পাঠানো হচ্ছে, তা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। এর তদন্ত হওয়া উচিত। কারণ যখন মুখ্যমন্ত্রী এই সমাধানের জন্য চাকরি রক্ষার জন্য প্রক্রিয়া শুরু করেছেন, তখন এই সমস্ত নোটিশ পাঠানো হয়েছে। এটি আইনি জটিলতা বাড়ানোর চেষ্টা হতে পারে। কারণ বাম এবং বিজেপি এই সমস্যার সমাধান চায় না, সেই কারণেই এই লোকেরা আইনি নোটিশ পাঠিয়ে আইনি হয়রানি তৈরি করার চেষ্টা করছে। আদালতে জটিল আইনি পরিস্থিতি তৈরি করার জন্য করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সর্বদা বিচার বিভাগ এবং বিচারকদের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু যদি রায়ের কোনও অংশ বিপুল সংখ্যক মানুষকে প্রভাবিত করে, তাঁদের খারাপভাবে আঘাত করে, তাই পুনর্বিবেচনার জন্য তিনি রায়ের সেই অংশের বিরোধিতা করেন, পর্যালোচনার জন্য অনুরোধ করেন। এর অর্থ এই নয় যে এটি আদালত অবমাননা। কারণ মাননীয়া মুখ্যমন্ত্রীর বিচার বিভাগের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে।’
২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরিহারা প্রায় ২৬ হাজার জন। তাঁদের মধ্যে রয়েছে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী। ৭ এপ্রিল চাকরিহারাদের একাংশকে নিয়ে নেতাজি ইন্ডোরে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে সুপ্রিম কোর্টের রায় নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন।
ইতিমধ্যেই এই রায়ের পর স্কুলগুলিতে স্থিতাবস্থা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্য সরকারও সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করবে বলে জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ।
আরও পড়ুন:- বদলে যাচ্ছে UPI পেমেন্টে টাকা লেনদেনের পদ্ধতি, বিস্তারিত জেনে নিন