Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০১৬ সালে কলকাতা হাইকোর্টের তরফে SSC ২৬০০০ চাকরি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তখন পশ্চিমবঙ্গ সরকার ও স্কুল সার্ভিস কমিশনের তরফে এই নির্দেশ না মেনে সুপ্রিম কোর্টের দারস্থ হয় তারা। আর গতকাল দীর্ঘ দিনের অপেক্ষার পর অবশেষে এই মামলার রায় জানিয়েছে আদালত এবং কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২৬০০০ চাকরিই বাতিল করে দেওয়া হয়েছে এবং এরই সঙ্গে আরও অনেক কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
SSC Recruitment Scam in West Bengal
এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়ার পর আবার তিন মাসের মধ্যে নতুন করে সকল নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের তরফে। কিন্তু এখন চাকরিহারা সকলের মনে একটাই প্রশ্ন জাগছে যে আবার নতুন নিয়োগ কবে থেকে? কীভাবে শুরু হবে? এছাড়াও, ৫০০০ চিহ্নিত কর্মীদের ১২% সুদ সমেত এই টাকা ফেরত দিতে হবে সরকারকে এমনটাও জানানো হয়েছে তাই এবারে কত টাকা দিতে হবে সেই নিয়েও চিন্তায় রয়েছেন সকলে।
আরও পড়ুন:- পর্যটকদের জন্য সুখবর ! গ্যাংটকে যাওয়া আরও সহজ হয়ে গেলো
এসএসসি দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের রায়
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছেন, দুর্নীতি করে চাকরি পেয়ে যারা চিহ্নিত এবং অবৈধ ভাবে চাকরি পেয়েছে তাদের জন্য কলকাতা হাইকোর্টের রায়ে কোন হস্তক্ষেপ করা হবে না এবং এই কর্মীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ২৬০০০ এর মধ্যে কারা যোগ্য ও অযোগ্য এখন পর্যন্ত চিহ্নিত করা হয়নি এবং নিয়োগে অনিয়ম হওয়ার কারণের জন্য এই সকল চাকরি বাতিল হয়েছে বলে জানানো হয়েছে।
SSC নতুন নিয়োগ কবে থেকে?
এই কারণের জন্য নতুন নিয়োগে এই সকল বাতিল কর্মীরা ফের যোগদান করতে পারবে। বেতন ফেরত দেওয়ার কথা নিয়ে কোর্ট আরও জানায় যে যারা চিহ্নিত নন তাদের মাইনে ফেরত দিতে হবে না এবং যারা অযোগ্য নন তারা নিজেদের কাজের জায়গায় ফিরে জেতে পারবেন এবং সেখান থেকে নতুন করে আবেদন করতে পারবেন এবং এর মধ্যে সরকারকেও ৩ মাসের মধ্যে পদক্ষেপ নিতে হবে। এরই সঙ্গে নতুন নিয়োগে অতিরিক্ত পদ বৃদ্ধি করতে পারে সরকার এমনটাও জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কি প্রতিক্রিয়া?
বিচারপতি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছেন অনেক বড় দুর্নীতি হয়েছে এবং যেই পরিমাণে প্রতারণা হয়েছে তা কোন ভাবেই সংশোধন করা যায় না। আর এই পুরো নিয়োগ প্রক্রিয়াই অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে এবং এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমরা। কিন্তু এই নির্দেশের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানান যে তিনি এই সিদ্ধান্ত মানতে পারছেন না এবং বিজেপি ও সিপিএম এর জন্য এমনটা হল বলেও তিনি উল্লেখ করেছেন। এবারে দেখার যে নতুন করে নিয়োগ কবে থেকে শুরু হয় এবং পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি কবে প্রকাশ করে WBSSC (West Bengal School Service Commission).
আরও পড়ুন:- এবার থেকে রেশন কার্ডে ফ্রি দ্রব্যের সঙ্গে পাবেন 1000 টাকা। কিভাবে আবেদন করবেন জেনে নিন