SSC-র চাকরিহারাদের জন্য টাস্কফোর্স গঠন, বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এসএসসি শিক্ষকদের চাকরি কেলেঙ্কারির ঘটনায় আইনি বিষয় নজরদারি করতে বিশেষ টাস্কফোর্স গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বৈঠকের পর, মুখ্যমন্ত্রী এই বিষয়ে মুখ্য সচিবের নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছেন। মুখ্যমন্ত্রী টাস্কফোর্সকে বিপন্নদের সমস্যা সমাধানের কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছেন।

আজকের বৈঠকের পর, মুখ্যমন্ত্রী এই বিষয়ে মুখ্য সচিবের নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছেন। এতে শিক্ষা সচিব, আইন বিশেষজ্ঞ, শিক্ষক প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা অন্তর্ভুক্ত থাকবেন।

মুখ্যমন্ত্রী যে প্রক্রিয়া আইনি প্রক্রিয়া শুরু করেছেন তা পর্যবেক্ষণ করবে, যাতে কোনও বিলম্ব না হয় এবং সমাধানের দিকে দ্রুত কাজ করা যায়।

সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক–শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেই সমস্যার সমাধানে এগিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা পথ দেখালেন তিনি সকলকে। কিন্তু নিয়োগ দুর্নীতি যে হয়েছে, চাকরি যে বিক্রি হয়েছে সেটা তাঁর অজানা বলে ভরা সভায় জানিয়ে দিলেন। আইনজীবীদের প্যানেল তৈরি করলেন। সেটাও সকলকে জানালেন। আর যাঁরা চাকরি হারিয়েছেন তাঁদের একটা প্রতিনিধিদলকে যোগাযোগ রাখতে বললেন। জীবন থাকতে চাকরি কারও যেতে দেবেন না বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

এই চাকরি বিক্রি হওয়া থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি তাঁর আড়ালেই হয়েছে বলে বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে আবার রাজ্য সরকার যাবে চাকরিহারাদের জন্যও সেটাও আজ ভরা সভা থেকে বাতলে দেন তিনি। এদিন পাঁচজন আইনজীবীর নামও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “চাকরি বিক্রি হয়েছে, চাকরি চুরি হয়েছে আমি জানিই না। তাও আমাকে খারাপ কথা শুনতে হচ্ছে। কাজ করতে গেলে একটা দুটো ভুল হয়েই যায়। একটা কলমের খোঁচায় জীবনটা সমস্যায় পড়ে গিয়েছে। আমাকে জেলে ভরে দিলেও আমি ডোন্ট কেয়ার। মানুষ যখন সমস্যায় পড়ে তখন তাদের পাশে দাঁড়াতে হয়। আমি কেস স্টাডি করে দেখেছি। যারা যোগ্য বঞ্চিত হয়েছেন। তাঁদের চাকরির ব্যবস্থা করা হবে।”

আরও পড়ুন:- স্বামী, স্ত্রী এক সঙ্গে একাউন্ট খুললে মাসে ৯২৫০ টাকা পাবেন পোস্ট অফিসের এই স্কিমে, জেনে নিন বিস্তারিত

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন