SSC CHSL Exam Slot 2025: শুরু হয়ে গেলো স্লট বাছাই, ১২ নভেম্বর থেকে পরীক্ষা,দেখুন!

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

কেন্দ্রীয় সরকারি চাকরিপ্রার্থীদের জন্য নয়া নির্দেশিকা জারি করলো স্টাফ সিলেকশন কমিশন (SSC)। আজ বুধবার (২২ অক্টোবর) থেকে শুরু হয়েছে সিএইচএসএল ২০২৫ পরীক্ষার স্লট নির্বাচন প্রক্রিয়া। যদিও SSC-র পূর্ব ঘোষণা অনুযায়ী, সিএইচএসএল (CHSL) পরীক্ষা হওয়ার কথা ছিল গত ৮ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে।

এবার থেকে আবেদনকারীরা তাদের নিজের পছন্দমতো শহর, তারিখ ও শিফট অনলাইনে বেছে নিতে পারবেন । এই সুযোগ চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। যা পরীক্ষার্থীদের সুবিধা হবে বলে জানায় কমিশন।

বিজ্ঞপ্তি‌তে বলা হয়েছে , SSC CHSl 2025 টিয়ার-১ পরীক্ষা শুরু হবে আগামী ১২ নভেম্বর ২০২৫ থেকে ।

কী ভাবে করতে হবে স্লট বুকিং?

১. প্রথমত, আবেদনকারীকে SSC এর অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে।
২. এরপর সেখানে লগ‌ইন করতে স্লট সিলেকশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে।
৩. সেখান থেকে ম্যাই অ্যাপ্লিকেশন অপশনে গিয়ে সেলফ স্লট সিলেকশন (Self Slot Selection) লেখায় ক্লিক করতে হবে ‌। এরপর সেখান থেকে পচ্ছন্দের শহর, দিন ও শিফট বেছে নেওয়ার পর সেভ অ্যান্ড সামমিট‌ করতে হবে। তারপর সেটিকে ডাউনলোড করে সেটিকে প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে।

SSC CHSL 2025: SSC নতুন সিদ্ধান্ত এখন থেকে পরীক্ষার্থীরা নিজেরাই বেছে নিতে পারবেন পরীক্ষা সেন্টার,তারিখ ও শিফট জানুন বিস্তারিত!

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন