SSC Exam Calendar: সরকারি চাকরির বিরাট সুযোগ! এসএসসি ২০২৬-২৭ পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করল, পরীক্ষার তারিখ দেখে নিন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

SSC Exam Calendar: কেন্দ্রীয় সরকারি চাকরির প্রস্তুতিরত লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জন্য সুখবর। স্টাফ সিলেকশন কমিশন (SSC) তাদের ২০২৬-২৭ বর্ষের নিয়োগ পরীক্ষার সম্ভাব্য ক্যালেন্ডার বা দিনক্ষণ প্রকাশ করেছে। এই নতুন সময়সূচি অনুসারে, আগামী দিনে সিজিএল (CGL), সিএইচএসএল (CHSL), এমটিএস (MTS) এবং জিডি কনস্টেবল (GD Constable)-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি কবে অনুষ্ঠিত হবে, তার একটি স্বচ্ছ ধারণা পাওয়া গেছে। ৮ জানুয়ারি, ২০২৬-এ এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা পরীক্ষার্থীদের তাদের প্রস্তুতির পরিকল্পনা সাজাতে বিশেষ সাহায্য করবে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন সবকটি পরীক্ষাই কম্পিউটার ভিত্তিক মোড বা সিবিই (CBE) পদ্ধতিতে নেওয়া হবে। যারা সরকারি দপ্তরে নিজের কেরিয়ার গড়তে চান, তাদের জন্য এই ক্যালেন্ডারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৬-২৭ সালের পূর্ণাঙ্গ পরীক্ষার সময়সূচি

এসএসসি-র প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাস থেকেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে নিচে পরীক্ষার নাম, বিজ্ঞপ্তির মাস এবং সম্ভাব্য পরীক্ষার সময় একটি তালিকার মাধ্যমে তুলে ধরা হলো:

পরীক্ষার নাম বিজ্ঞপ্তি প্রকাশ (সম্ভাব্য) আবেদনের শেষ সময় পরীক্ষার সম্ভাব্য মাস
SSC CGL 2026 মার্চ ২০২৬ এপ্রিল ২০২৬ মে – জুন ২০২৬
SSC Junior Engineer (JE) মার্চ ২০২৬ এপ্রিল ২০২৬ মে – জুন ২০২৬
Selection Post Phase XIV মার্চ ২০২৬ এপ্রিল ২০২৬ মে – জুলাই ২০২৬
SSC CHSL 2026 এপ্রিল ২০২৬ মে ২০২৬ জুলাই – সেপ্টেম্বর ২০২৬
Stenographer Grade C & D এপ্রিল ২০২৬ মে ২০২৬ আগস্ট – সেপ্টেম্বর ২০২৬
Hindi Translators (JHT) এপ্রিল ২০২৬ মে ২০২৬ আগস্ট – সেপ্টেম্বর ২০২৬
SSC MTS & Havaldar জুন ২০২৬ জুলাই ২০২৬ সেপ্টেম্বর – নভেম্বর ২০২৬
Sub-Inspector (CPO) মে ২০২৬ জুন ২০২৬ অক্টোবর – নভেম্বর ২০২৬
Constable (GD) 2027 সেপ্টেম্বর ২০২৬ অক্টোবর ২০২৬ জানুয়ারি – মার্চ ২০২৭

চলতি পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য জরুরি আপডেট

যাঁরা বর্তমানে অর্থাৎ ২০২৫-এর নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাঁদের জন্যও বেশ কিছু তাৎক্ষণিক ঘোষণা রয়েছে। আপনি যদি এই সাইকেলের পরীক্ষার্থী হন, তবে নিচের তারিখগুলো ক্যালেন্ডারে দাগিয়ে রাখুন:

  • SSC CGL টায়ার ২ (২০২৫): ১০ জানুয়ারি, ২০২৬-এ সিটি ইন্টিমেশন স্লিপ বা পরীক্ষার শহরের তথ্য প্রকাশ করা হয়েছে। মূল পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯ জানুয়ারি, ২০২৬।
  • SSC জিডি কনস্টেবল (২০২৬): আবেদনের ভুল সংশোধনের জন্য কারেকশন উইন্ডো ১০ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত খোলা থাকবে। পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে।
  • SSC এমটিএস (২০২৫): এই পরীক্ষাটি শুরু হতে চলেছে আগামী ৪ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে।

প্রস্তুতির নতুন দিক ও পরামর্শ

আগামী বছরগুলোতে পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ২০২৬ সালের পরীক্ষাগুলোতে “নতুন ফৌজদারি আইন” (New Criminal Laws) সম্পর্কিত প্রশ্ন সাধারণ সচেতনতা বা জেনারেল অ্যাওয়ারনেস বিভাগে বেশি দেখা যেতে পারে। তাই পরীক্ষার্থীদের এখন থেকেই এই বিষয়টিতে জোর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এছাড়া, কমিশনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে যে, আবেদনের শেষ তারিখের জন্য অপেক্ষা না করে যেন আগেই ফর্ম ফিলাপ সম্পন্ন করা হয়। শেষ মুহূর্তে সার্ভারের সমস্যার কারণে আবেদন প্রক্রিয়া ব্যাহত হতে পারে। বিস্তারিত সিলেবাস এবং যোগ্যতার মানদণ্ড প্রতিটি বিজ্ঞপ্তির সাথে আলাদাভাবে প্রকাশ করা হবে, তাই নিয়মিত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখা জরুরি।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন